আসসালামু আলাইকুম। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে সেটাতে কষ্ট পেয়ে অন্য কারো কাছে যদি বলি সেই।কষ্টের কথা,তাহলে কি গীবত হবে?
কিছু মানুষ থাকে যারা নিজেরা স্বার্থপর, আমার সাথে খারাপ ব্যবহার করে, তাদের উপর তাদের আচরনের কারনে বিরক্ত থাকি। এখন এসব বললে কি গিবত হবে? যদি তারা আমার সাথে স্বার্থপরের মত আচরণ করে, কথা দিয়ে কষ্ট দেয়, নিজের কাজে ফাকি দেয়, গুনাহ করে যেটা প্রকাশ্য