আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
Assalamualaikum Warahmatullah.ami akjn chelek onk pochondo krtm.kintu tar sthe Ami ktha bltm na.proyojne akdin ktha blte jaye take ai bishye janai.take biyer proposal dei.kintu she amk janay tar physical problem ase .she kokhono biye krbena.ata tar jonmogoto problem. She mone kore Allah take aivabei chay.ai bishye jkhn Ami Allah k boli j keno amn holo.Allah chaile ki take shustho kore amr jnno halal Korte parena..asob niye jkhn cinta Kori tkhn mjhe mjhe shopne take dekhte pai .realityr motoi she shopneo beshirvag smy amk ignore kore .khno interest dekhay kintu ignore kore onk beshi.

Question 01:Tar jnno ki doctor dekhiye shustho Howa ki jayej ase?shustho Howa nki jmn ase tmni thaka konta uttom?

Question 02:amr shopner bekkha ki?

Question 03:Take halal vabe Allah ar kase chawa ki jayaj hbe?

1 Answer

0 votes
by (680,310 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ فَجَاءَ الأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ " تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ " .

উসামা ইবন শারীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসি, যখন তাঁর সাহাবীগণ তাঁর চারপাশে এমন ভাবে বসে ছিল, যেন তাঁদের মাথার উপর পাখী বসে আছে (অর্থাৎ শান্তভাবে)। এরপর আমি সালাম করি এবং বসে পড়ি। এ সময় আরবের লোকেরা এদিক-সেদিক থেকে সেখানে সমবেত হয় এবং তারা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি চিকিৎসা করাব? তিনি বলেনঃ হ্যাঁ, তোমরা রোগের চিকিৎসা করাবে। কেননা, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা রাখেন নি; তবে বার্ধক্য এমন একটি রোগ যার কোন চিকিৎসা নেই।
(আবু দাউদ ৩৮১৫)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
চিকিৎসা গ্রহন করা সুন্নাত,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছেলেটর জন্য উচিত দ্রুত চিকিৎসক এর নিকট যাওয়া,ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন।

এক্ষেত্রে অবশ্যই তার সুস্থ হওয়ার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

(০২)
আপনার মনের কল্পনা প্রসূত স্বপ্ন।

তবে উভয়ের পরিবার যদি রাজি থাকে সেক্ষেত্রে আপনাদের বিবাহও হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ।

(০৩)
আল্লাহর কাছে এভাবে দোয়া করা যাবে যে সেই ব্যক্তি যদি আপনার দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হয়,সেক্ষেত্রে তাকে যেন আপনার স্বামী বানিয়ে কবুল করেন।

আর যদি তিনি আপনার দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর না হয়, সেক্ষেত্রে তার চিন্তা আপনার মাথা থেকে যেন আল্লাহ তায়ালা মুছে দেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
edited
Kintu tar to Kono feelings nai ,Kono physical demand nai thle ki tar jnno biye jayej hbe? R she bolesilo j she avabei vlo ase .she sustho hote chayna.

by (680,310 points)
–1
সে আগে চিকিৎসা করবে।
সুস্থ হলে তারপর বিয়ের চিন্তাভাবনা করবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...