السلام عليكم ورحمة الله وبركاته. উস্তাদজি অনলাইনে বিজনেস পেজে যারা মডারেটর থাকেন তাদের তো মহিলা ও পুরুষ উভয় কাষ্টমারকে রিপ্লাই করতে হয়।এখন মেয়ে হয়ে কী পুরুষ কাষ্টমারকে রিপ্লাই দেয়া জায়েজ হবে? এটা কি পর্দার খেলাপ বা ফ্রিমিক্সিং বলে গণ্য হবেনা? এই মডারেটরের জবটা নেয়া কি জায়েজ হবে ওস্তাদজি? তাকওয়ার দাবিতে এটা কেমন গন্য হবে?( উল্লেখ্য যে পেজের নামই কেবল শো করে কাষ্টমারের কাছে, কারো পরিচয় নয়। তবে সেই কাষ্টমারের আইডি বা নাম আমি দেখতে পাবো)..
পেজ ওনার ও একজন নারী। তিনিও মেসেজ চেক করবেন মাঝেমাঝে। তাহলে কী "নির্জনে না থাকা" এই শর্ত পূরণ হবে? বিশেষ কারণে আমার কোনো মাহরাম পুরুষকে রাখা পসিবল হবে না।