তরল ও স্বচ্ছ নাপাকি ৩ বার ভালোমত চিপে চিপে ধোয়ার পরে শুকা দিতে গিয়ে যদি কোনো যায়গায় পিচ্ছিল বোঝা যায় তাহলে কি আবার ধোয়া জরুরি?
*ওয়াসওয়াসা সংক্রান্ত নয়।
আমি কাপড় ধুয়ে শুকাতে দেওয়ার পরে কাপড়ের নির্দ্বিস্ট এক যায়গায় খেয়াল করতেছি হাতে পিচ্ছিল লাগতেছে কিন্তু হাত পিচ্ছিল হচ্ছে না সেটা থেকে।