আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন হচ্ছে, পাত্র পাত্রী দুই পক্ষের উপস্থিতিতে মোহরানা নির্ধারন করা হয়ে গেলে কিন্তু কবুল বলা বা বিয়ের ডেট অন্য কোন দিন ঠিক করা হলেও সেটা কি আনুষ্ঠানিক ভাবে কবুল বলার আগেই বিয়ে হয়ে গেছে ধরা হয়?
এবং পাত্র পাত্রী কি তখন নিজেদের মতো কথা বলতে পারে??
শুধু দেনমোহর নির্ধারণ হয়েছে, দুই পক্ষ নির্ধারিত দেনমোহরে রাজি হওয়ার পরে আলহামদুলিল্লাহ ও যদি বলা হয় তাহলেই কি পাত্র পাত্রী স্বামি স্ত্রী হয়ে যায়?