আস সালামু আলাইকুম মুফতি সাহেবগন ।
১.ধরেন কোন ব্যাক্তি মুসলিম থেকে কাফের নাস্তিক হয়ে যায় পরে সে মারাত্মক ইসলাম বিদ্বেষি হয়ে যায়,সে লক্ষ লক্ষ শিরক কুফরি করে ।আল্লাহ কে রাসূল কে খুব বাজে গালি গালাজ করে শত শত বার।কুরআন কে ইসলাম কে মসজিদ কে অবমাননা করে গালি গালাজ করে হাজার বার।কুরআন অবমাননা করেছে কাজের মাধ্যমে অনেক বার।ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টায় থাকে।উক্ত ব্যাক্তি যদি বিশ্বাসের সহিত কালেমা শাহাদাৎ পাঠ করে তাহলে কি ঈমান নবায়ন হবে ।
২.যদি অই ব্যাক্তি ঈমান নবায়ন করে কিন্তু তওবা সহিহ ভাবে ভালভাবে না করে তাহলে কি মুসলিম হতে পারবে না ঈমান নবায়ন হবে না