আমি তিনদিন এক বিষয়ে স্বপ্নে দেখেছি-
প্রথমবার: আমার ওয়ারড্রব ও আলমারির সকল কাপড় চুরি করে ফেলছে।
দ্বিতীয়বার: কয়েকদিন পরে দেখি আমার ফোন চুরি হয়েছে। আমি তার কাছ থেকে অনেক চেষ্টা করেও ফোন আনতে পারিনি।
তৃতীয়বার: এর দুদিন পরে দেখি আলমারির ড্রয়ার থেকে টাকা চুরি হয়েছে। (উল্লেখ্য, আমি বিবাহিতা এবং আমার একটি কন্যাসন্তান আছে, শশুরবাড়িতে থাকি সবার সাথে)
আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?