আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১) আমি প্রায়ই টয়লেটের স্বপ্ন দেখি।দেখি টয়লেট শেষে ফ্লাশ করলে পানি উপচে বেরিয়ে চলে আসছে বা খুব নোংরা টয়লেটে টয়লেট করতে গেছি,গা গিনগিন করে দেখে।
২)এটাও আমি মোটামোটি বেশ কয়েকবার দেখেছি। দেখি যে আমার পরিচিত কেউ বা অপরিচিত কোনো একটা রুমে আমরা।তো এমন কিছু হচ্ছে আমার আশেপাশে যে আমার লাগলো জ্বীন ধরেছে ওকে & কিছু সময় পর জ্বীন ধরার মতোই করতে থাকে।আমি হাত ধরে রাখি,গায়ে জড়ায় ধরি আর আয়াতুল করসি পড়ি বা সূরা ফাতিহা পড়ি।আমি তেমন ভয় পাই না, এবং একটা সময় জ্বীন চলে যায়
৩)এটাও অনেকবার দেখি-আমাকে গরু দৌড়াচ্ছে, আমি বেশ ভয় পেয়ে রুমে ঢুকে লুকিয়ে যাই।গরুটাও কিভাবে যেনে রুমে ঢুকে আমাকে খুজতে থাকে।বা রাস্তায় হাটছি হঠাৎ গরু দৌড়াচ্ছে আমাকে,শিং লাগিয়ে দিচ্ছে & আমিও ভয়ে পালাতে থাকি
৪) আমার একটা ফ্র্যান্ডের বেবি হবে, আমি রিসেন্টলি ওকে দুবার স্বপ্নে দেখি প্রেগনেন্ট অবস্থায়, লাস্টবার দেখি ওর জমজ বেবি হয়েছে।আমি ওকে বলি নি স্বপ্নের কথা,বলবো?আর এটার ব্যাখ্যা কি?
৪)চোখের পাপড়ি কাঁপা খারাপ কোনো লক্ষণ?