আমার স্বামী শহরে চাকরি করেন। আমি ৯ মাসের কন্যা সন্তানসহ স্বামীর সঙ্গে শহরে থাকছি। আমার শ্বশুর ও ভাসুর দুজনেই চাকরি করেন। আমার ভাসুরের বিয়ে ১০ বছর হয়েছে। আমার জা এতদিন গ্রামে ছিল। সেও এখন শহরে যাচ্ছে স্বামীর সাথে থাকবে। কিন্তু যাওয়ার আগে উনি বলছেন, উনি এতদিন দেখেছেন শাশুড়িকে, এবার যেন আমি গ্রামে যাই শাশুড়ির দেখাশোনা করতে। কিন্তু আমার স্বামী আমাকে নিজের সাথে রাখতে চান। আমরা স্বামী-স্ত্রী চাই শাশুড়ী আমাদের সাথে শহরে থাকুক। কিন্তু আমার শাশুড়ি চাচ্ছেন না। আমার জা কোথায় শুনেছেন, ছেলের বউরা শাশুড়িকে দেখেন নি, সেই শাশুড়ি মারা গিয়েছেন কেউ জানতোই না। এখন আমাদের শাশুড়ির এমন কিছু যদি ঘটে, তাই আমাকে যেতে বলছে। উল্লেখ্য আমার বাচ্চা ঠিকমত ঘুমায় না। আমরা স্বামী-স্ত্রী ভাগাভাগি করে তাকে নিয়ে রাত পার করি। গ্রামে গেলে বাচ্চা সামলানো কষ্টকর হয়ে যাবে। আমার স্বামী একজন মহিলাকে রাখতে চাচ্ছেন শাশুড়ির দেখাশোনার বিষয়ে। আমার স্বামী বা আমার কি করণীয় এখন? আল্লাহ না করুক শাশুড়ির কিছু হলে সেই দায়ভার কি আমার স্বামী বা আমার উপর বর্তাবে?