৫ নং প্রশ্নের বেপারে আরও কিছু জানতে চাই
১।কাগজটি দেওয়ার সময় পাশে আমি ছিলাম কিন্তু বাধা দেইনি এতে আমার গুনাহ হবে কি না বা যেকোনো ধরনের সমস্যা হবে কি ?
২।কাগজটি না নিয়ে আসলে গুনাহ বা আল্লাহ পাক এর মহব্বতে সমস্যা হবে কি বা কোনো ধরনের সমস্যা হবে কি?
৩।ঔ মহিলা দুধ দিতো এখন আর দেয়না পাশের বাসায় দেয় কাগজ দিছে ভাগনি আমি কিভাবে খুজি আমার সাথে পরিচিতও না আমি বেড়াতে গেলে দেখছে কয়েকবার আর এটাতো ১ বছরের উপরে না খুজলে কোনো সমস্যা হবে কি?
৪।আমিতো আর দেইনি দিছে ভাগনি আমি বেড়াতে গেছিলাম এর দায়ভার আমার হবে কি না?
৫।আগের ফতোয়াতে বলা হয়েছে যে কাগজটি নিয়ে আসলেই ভালো এখন তার সাথে তো পরিচিত না আমিও তো দেয়নি আপার বাসায় দুধ দেয়না। এখন যদি নিয়ে না আসি ইমানে মহব্বতে যেকনো ধরনের সমস্যা হবে কি?
৬।অমুসলিম দের নাম পড়রে বা শুনলে ইমানে সমস্যা হবে কি?