আমি বিগত একটা জায়গায় চাকরি করি সেখানে আমি মাস শেষে অন্য জায়গায় শিফট করি । তাই জবটা ছেড়ে দেই । আমি যাতে করে উনি বিপদে না পড়ে তাই জব ছাড়ার ব্যাপার টা আমি মাসের মাঝামাঝি জানিয়ে দেয় । আমি জানতাম উনি আমার বেতন আটকিয়ে রাখবে জব ছাড়ার ব্যাপার টা জানার পর তাও আমি আমার দিক থেকে ভালো টা বিবেচনা করে উনাকে জানায় মোটামটি ৭০ ভাগ বেতন নিয়ে বের হয় বাকি টুক একটা নির্দিষ্ট সময় পর খুঁজলে উনি অস্বীকার করে দিতে। টুকটাক মন গড়া কিছু ভুল দেখিয়ে উনি আমার বাকি বেতন টুকু কেটে রাখে বলা ভালো হবে যে উনি এমন কিছু ভুল কে কেন্দ্র করে আমার বেতন কাটে যেখানে উনার কোনো আর্থিক ক্ষতি হয়নি, আর ভুল গুলো ছিলো যতসামান্য একজন মানুষ থেকে যা দৈনদিন হয়ে যায়। ধরে নিলাম তার আর্থিক ক্ষতি হয়েছেও অনাখংকিত কারণে,এটার জন্যে তার টাকা কেটে রাখার ব্যাপার টা কি হক খাওয়ার সামিল হবে?