আসসালামু আলাইকুম
হানাফি নিয়মে আজকের আসরের ওয়াক্ত শুরু ৪:৪৮ টায়, অন্যান্য মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু ৩:৪২, সব মাযহাব এবং সহীহহাদিস অনুযায়ী যোহরের ওয়াক্তের শেষ সময় থেকেই আসরের ওয়াক্ত শুরু, আরব দেশে আমার অবস্থান আমি আজকে ৩:৪০ এ যোহরেরনামায শুরু করলাম এরমধ্যেই অন্যান্য মাযহাব অনুযায়ী আসরের আযান শুরু হয়ে গেলো এখন আমার প্রশ্ন হলো আমার নামায কি আদায়হয়ে গেলো নাকি আবার কাযা আদায় করতে হবে?? যেহেতু হানাফি মাযহাব এ তখন যোহর এর ওয়াক্ত শেষ হয়নি