আসসালামু আলাইকুম
দয়া করে সম্পূর্ণটা পড়বেন এবং আমাকে উত্তম পরামর্শ দিবেন। একজন আল্লাহ ওয়ালা মানুষের পরামর্শ আমার খুব বেশি প্রয়োজন কারন আমি খুবি অসহায় ফিল করছি, দ্বীন থেকে সিটকে যাওয়ার আশঙ্কা করছি।
আমি বিয়ে নিয়ে খুব বেশিই পেরেশানির মধ্যে আছি। আমি পুরোপুরি প্র্যাক্টিসিং লাইফ লিড করতে চেষ্টা করি, বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করি।সহশিক্ষা থেকে বের হয়ে ঘরে থাকতে চাই দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই। । আমার পরিবার সাধারণ মুসলিমদের মত নামাজ রোজা নিয়ে কনসার্ন কিন্তু এত ডিপলি ভাবে না। প্রথমে আমার এই দ্বীনি পরিবর্তন আমার পরিবার না মেনে নিলেও পরবর্তীতে বিয়ে হলে মেনে নেবে এরকমটা বলে। আমার পরিবার এটা বেশি বিশ্বাস করে অনার্স শেষ হয়ে গেলে মেয়ের বিয়ে হয় না এবং বিয়ে টাকেই যেন জীবনের উদ্দেশ্য ধরে যেহেতু বিয়ে না হলে সমাজে মেয়েদের অনেক নিচু হতে হয়।ব্যাহিকভাবে একটাই সমস্যা হল আমি ফর্সা নয়। (আল্লাহ সৃষ্টি নিয়ে আমি নিজে পরিপূর্ণ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ)তো বিয়ের জন্য চেষ্টা করে তিন বছর ধরে কমপক্ষে ৩০/৩৫ জায়গা থেকে কথা হওয়ার পরে সবকিছু ঠিকঠাক পাত্রপক্ষের অনেক পছন্দ কিন্তু শুধুমাত্র পাত্রী দেখার পরে পাত্রপক্ষ ফিরে যায় অথবা কখনো বিয়ে ঠিক করার পরেও পাত্রীর সৌন্দর্য নাই বলে ফাইনাল মুহূর্তে বিয়ে ভেঙে দেয়। তো এখন আমার পরিবার সম্পূর্ণ হতাশ তারা বিশ্বাস করে শুধুমাত্র গায়ের রং শ্যামলার জন্যই বিয়ে হচ্ছে না। এবং আমার জন্য দেখা সবগুলোই লেবাসধারী দ্বীনদার ছিলেন এজন্য আমার পরিবার দ্বীনদারদের উপর প্রচন্ড বিরক্ত। এত রিজেক্ট হওয়ার জন্য পরিবারে কাছে সব সময় কালো কালো শুনতে হয় পরিবার ও সমাজে অনেক ছোট হচ্ছে।এখন পরিবার আমাকে ফর্সা হওয়ার ক্রিম মাখার জন্য ফোর্স করে এবং বিসিএস দিয়ে বিভিন্ন চাকরির চেষ্টা করতে বলে সাথে তারা দ্বীনদার এর জন্য অপেক্ষা না করে জেনারেল নরমাল কাউকে বিয়ে করতে বলে। কিন্তু দ্বীনদার ব্যতীত তো একটা প্র্যাকটিসিং মেয়ে কিভাবে মেনে নিবে! যার উদ্দেশ্য পরকাল না তার প্রতি তো সম্মানই আসবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মেয়েদের এরকম চাকরির ব্যবস্থা দেখিনা যেখানে কট্টর ভাবে পর্দা মানা যাবে এবং মেয়েদের জন্য তো প্রয়োজন ব্যতীত ঘরে থাকাই শ্রেয়। আর আমার পরিবার যথেষ্ট সামর্থ্যবান আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভাই নেই। আমার পরিবার আমাকে রুকইয়া ট্রিটমেন্টের দিকেও যেতে বলে।আমি আলহামদুলিল্লাহ রেগুলার সকাল সন্ধ্যার আমল সুরা বাকারার আমল নিয়মিত করি, এবং দোয়া কবুলের অনেক আমল করার চেষ্টা করি আর বিয়ে না হওয়া ছাড়া তেমন কোন প্যারানরমাল লক্ষণ নেই তাই আমার মনে হয় এইগুলা জাতীয় কোন সমস্যা না, হয়তো এটা আল্লাহতালার পার্থীব্য পরীক্ষা আমার জন্য।
আমি দাঁতে দাঁত চেপে সবর করার চেষ্টা করি কিন্তু একদিকে এত এত ছেলের সামনে যাওয়ার বুক ভাঙ্গা কষ্ট(যেহেতু অন্য সময় কঠোরভাবে ননমাহারাম মেনে চলি বিয়ের উদ্দেশ্য শুধু ননমাহারামের সামনে যেতে হয়।) অন্যদিকে পরিবারের এত প্রেসার, আমি সবর করার চেষ্টা করি কিন্তু এত এত বার আশাহত হয়ে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছি, আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমলে ঘাটতি চলে আসছে, পারিপার্শ্বিক অবস্থা আমার কনফিডেন্স জিরো করে দিচ্ছে এখন আমার মনে শয়তান ওয়াসওয়াসা দেয় আমার কখনো বিয়ে হবে না! আবার বিপরীতভাবে মনের গভীরে হয় আমার কোন চাওয়া আল্লাহ অপূর্ণ রাখেননি তাহলে যারা চলে গেছে তাদের থেকেও বেটার কাউকে দিবেন রব অবশ্যই।আমার খুবই অসহায় ফিল হয় মনে হয় রাস্তাঘাটে যেখানে যাকে পায় ধরে ধরে বলি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করতে। এত প্রেশারের কারণে আমি দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি , জান্নাত থেকে সিটকে যাচ্ছি ‌আমার এমন অনুভব হচ্ছে।আমার এবং আমার পরিবারের জন্য কিছু নাসীহাহ করবেন দয়া করে এখন আমাদের করণীয় কি ।
আমার জন্য দুয়া করবেন, আমি যেন এই দুনিয়াবী পেরেশানির জন্য আমার রবের থেকে দূরে না সরে যায় জান্নাত থেকে দূরে না সরে যায়।