আসসালামু আলাইকুম হুযুর।আমার কয়েকটি প্রশ্ন হলো :
১. আমি এডমিশন দেওয়ার জন্য কোচিং এ ভর্তি হয়েছি। কোচিংয়ে বিকাল ৪.১৫ থেকে ৬.৪৫ পর্যন্ত পড়ায়।তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায়, এবং মাগরিবের নামাজের জামাত ছুটে যায়।এতে কি আমার গুনাহ হবে???
২.আমি এইবার এইচএসসি পরিক্ষা দিয়েছি।আমি ক্লাস ১০ এ থাকতে একটা মেয়েকে পছন্দ করেছিলাম।কিন্তু যখন আমি জানতে পারি যে প্রেম করা যিনা,তখন থেকে আমি তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই।কিন্তু এখনও তার কথা আমার বারবার মনে পড়ে,আমি কোন ভাবেই তাকে ভুলতে পারছি না। আমি তার কথা মনে করতে চাই না, তারপরেও মনে পড়ে তার কথা।এতে কি আমার গুনাহ হবে??
আর আমি কিভাবে তাকে ভুলে যেতে পারব ইসলামের আলোকে জানতে চাই।