আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায
১) পায়ে মেহেদি পাতা ব্যবহার করা কি জায়েজ?
অনেকে বলে থাকে পায়ে মেহেদি পাতা ব্যবহার করা ঠিক না, এ সম্পর্কে ইসলাম কি বলে?
২) নিউজ দেখার সময় নন মাহরামের ছবি চোখের সামনে চলে আসে, এতে কি গুনাহ হবে? মুল উদ্দেশ্য তো থাকে নিউজ দেখা। আমার মা আমাকে বলেন আমার মোবাইলে ফিলিস্তিনের খবর এনে দেওয়ার জন্য,তখন আমি এনে দেই। তখন নিউজে অনেক নন মাহরামের ছবি ভিডিও সামনে আসে,এতে আমার কোন গুনাহ হবে কি?
গুনাহ হবে ভেবে অনেক সময় নিউজ এনে দেইনা , তখন দেখা যায় আমার পরিবার ই-সরাইলী পণ্য কিনে ফেলেন । আমি না করলে ও এতো গুরুত্ব দেননা। আর যদি মাজলুমদের নিউজ দেখেন তখন নিজে থেকেই সচেতন থাকেন। ই-সরাইলের পণ্য বয়কট করেন।
এক্ষেত্রে আমি ফিলিস্তিনের কথা চিন্তা করে ,নন মাহরাম চোখের সামনে চলে আসার পরে ও নিউজ দেখানো উচিত হবে নাকি চোখের হিফাজতের কথা চিন্তা করে না দেখানো উচিত হবে? কোনটি উত্তম হবে।
৩) আমি ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠেই হেফাজতের আমল করে নেই , তখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়।
যেহেতু আমি ফজরের সালাতের আগেই হিফাজতের আমল করে ফেলি, তাহলে কি আমাকে ফজর সালাতের পর আবার পড়তে হবে? নাকি ওই যে ঘুম থেকে উঠে পড়েছি ওইটাই মাগরিবের আগ পর্যন্ত কাজে দিবে?
উত্তরগুলো দিলে মুনাসিব হয় । জাযাকুমুল্লাহু খাইরান ।