আসসালামুআলাইকুম।
১|আমরা নিম্ন মধ্যবিও পরিবার।আব্বু না বুঝে একটা ইন্সুরেন্স করেন খুব অল্প টাকাতে,সেটা থেকে ২০হাজার টাকা লাভ আসে আব্বু মারা জান ১মাস হল।আমরা লাভের অংশ সওয়াবের নিয়ত ছাডা দান করার নিয়ত করেছি,আমরা একজনের কাছে আজ প্রায় ৫বছর যাবত টাকা পাই সে কোন ভাবে টাকা টা দিচ্ছে না,আব্বু মারা যাওয়ার পর টাকা নেয়ার জন্য কল দিয়েছি ফোন বন্ধ,যেহেতু আমাদ্দের ঘর বাডি কিচু নেই,কোন রকম টিউশন করে আব্বুর কেন্সারের চিকিৎসা চালান হহয়েছিল,এখন পাওনা যে টাকাটা পাব সেটা কি উক্ত ইন্সুইরেন্স থেকে কেটে বাকি টাকা দান করতে পারবো? যে টাকা পাওনা ছিলো সেটা দান করেছি সেই নিয়ত করে? যাদের থেকে টাকা পাব তাদেরও ফিনান্সিয়াল অবস্থা আমাদের মত।
২। আব্বু মারা জাওয়ার আগে কিছু দিন নামায পরতে পারে নাই অসুস্থার জন্য গত রমাদানে রোজা রাখতে পারে নাই,রোজার কাফফারা দেয়ার মত আমদের সামর্থ্য নেই,এমতাবস্থায় কি করনিও আমাদের?