আস সালামু আলাইকুম
আমি হুজুর এর কাছে অনুরোধ করবো, প্রশ্নটির মধ্যে একটি গালির শব্দ আছে, দয়া করে কিছু মনে করবেন না।
হুজুর গত কালকে আমি শখ করে সেলাই আমার বিবির জামা সেলাই করতে ছিলাম, আমি সেলাই মেশিন ভালো চালাতে পারি না, সেলাই বাকা হয়, সুতা ছিড়ে যায় ইত্যাদি। তো স্বাভাবিক ভাবেই সেলাই ভাল হচ্ছিল না। আমার স্ত্রী ই আমাকে বলতেছিল তার কাপড় টা সেলাই করার জন্য। কাপড় সেলানো ভালো হচ্ছে না দেখে আমার স্ত্রী আমার উপর চিল্লা চিল্লি করতেছিল, (যেমন: সেলাই কেনো ভালো হচ্ছে না, এই জামা তো ভালো দেখা যায় না)
আমার রাগ উঠে গেছিল। আমি রাগ করে বলছি, "আমি কি সেলাই পারি? আমার সাথে পারাপারি করতেছ কেন? চ্যাটের বাল",
"চ্যাটের বাল" শব্দ টি আমি শুধু রাগ করে গালি হিসেবেই বলেছি, অন্য কোন নিয়তে বলি নি।
চ্যাটের বাল গালি টি দেওয়ার পরই আমার চিন্তা হচ্ছিল, "শব্দটি তো কাউকে অপমান/ তুচ্ছ করার জন্য ব্যবহৃত হয়" এটি কি কোন ভাবে কেনায়া শব্দ?
পরে আমি গুগলে সার্চ দেই। শব্দটির অর্থ কি?
ইন্টারনেটে দেখালাম শব্দটি গালি এবং অপমান/ তুচ্ছ জাতীয়। ইন্টারনেটে আরো দেখালাম একটি ফেইসবুক লিংকে লিখেছে "চ্যাটের বাল" নাকি গালি না, এটি নাকি বাগধারা, এর অর্থ নাকি "পরিত্যাজ্য"। ফেইসবুকে মজা করে লিখেছে কি না জানি না। এটি দেখার পর আরো চিন্তা আসতেছে।
প্রশ্ন: ক) ফেইসবুকে "চ্যাটের বাল" শব্দটির অর্থ সঠিক কিনা? এবং "চ্যাটের বাল" শব্দটি কি কেনায়া শব্দের অন্তর্ভুক্ত?
খ) স্ত্রীর উপর রাগ করে স্ত্রী কে গালি দেওয়ার জন্য "চ্যাটের বাল" শব্দটি বলেছি, অন্য কোন নিয়তে বলি নি। এতে কি বৈবাহিক কোন সমস্যা হবে?