আসসালামু আলাইকুম,
কেউ যদি একই সাথে দুইটা একাডেমিতে ইলম অর্জন করে। এবং তার একটিতে দায়িত্বরত থাকে তাহলে কি তার জন্য এইটা নাযায়েয। যেমন আমি একটি অনলাইন একাডেমিতে ফ্রী তে তাজউদ শিখেছি এবং পরবর্তিতে সেখানেই কুরআন শিখানোর দায়িত্বে আছে ফ্রীতে, কোন হাদিয়া নেই না। এবং অন্য একটি একাডেমিতে আলিম কোর্সে অধ্যয়নরত আছি। এখন আমি যে একাডেমিতে কুরআন শিখানোর দায়িত্বে আছি তারা নির্দেশ দিয়েছেন। একই সাথে দুটা একাডেমিতে পড়াশোনা করলে তাদের রুলস এর পরিপন্থী। যদি কেউ অন্য একাডেমিতে থাকে তারা যেন এই একাডেমির সকল গ্রুপ থেকে লিভ নেয়। এখন আমার প্রশ্ন আমি যদি এই রুলস না মানি। আমি কি গুনাহগার হব? তারা বলছেন এই রুলস না মানলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে? এক সাথে দুই জায়গায় পড়াশোনা করে আমি কি গুনাহগার?
জাজাকাল্লাহ খাইরান।