আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তায।আমি একটি কিন্ডার গার্ডেন স্কুলে পড়ায়।যেখানে ১-৫ পর্যন্ত ক্লাস আমি নি ৬-৭ এ পড়ায় যেখানে একটা ১৪ বছরের ছেলে আছে।উক্ত প্রতিষ্ঠানে আমাকে পর্দা পালনে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়।মহিলা টিচার ও পুরুষ টিচারদের রুম আলাদা।ফিতনা মুক্ত পরিবেশ।তবে যেহেতু জোড়ে শব্দ করে পড়াতে হয় তাই কন্ঠের পর্দা নিশ্চয় হয় না।এই চাকুরী করাটা কি আমার ক্ষেত্রে জায়েজ হবে?আমি একজন নারী।আমার বয়স ২২.পুরুষ টিচারদের সাথে জরুরত ছাড়া কথা হয় না আলহামদুলিল্লাহ। চাকুরী জয়েন দিয়েছি ১ মাস ও হয় নি।