আমি বিবাহিতা। ৩ বছর ধরে যৌথ পরিবারের অংশ হিসেবে শ্বশুরের বাসাতেই, অর্থাৎ বাসায় স্বামীর জন্য বরাদ্দ রুমে থাকি। এত দীর্ঘ সময়েও কখনো এমন কিছু হয়নি যা গত কয়েকদিন আগে হয়েছে। আমার শ্বশুরকে কখনোই আমার প্রতি এভাবে বিহেভ করতে দেখিনি, কখনো চিন্তাও করিনি। আমার হাজবেন্ড চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তাই প্রায় সময়ই আমার সাথে থাকার সুযোগ হয় না উনার।
প্রসঙ্গতঃ সেদিন রাতে সবাই যখন যার যার রুমে ঘুমাচ্ছে, সব দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘরের কাজ শেষ করে রুমে যাব এমন সময়ে অনলাইনে একটা জিনিস অর্ডার করতে সহযোগিতা করার জন্য শ্বশুর আমাকে ডেকেছিলেন।‌ উনি ডাইনিংয়ে বসে ছিলেন। আমি স্বভাবতই যথাযথ পর্দা মেইনটেইন করে তাঁকে সহযোগিতা করতে তাঁর বাম পাশে দাঁড়িয়েছিলাম। আমার ফোন থেকেই অর্ডার দিচ্ছিলাম। হঠাৎ উনি উনাকে অর্ডার করা শিখিয়ে দিতে বলে আমার হাতে হাত রাখলেন, ক্লিয়ার করে বলতে গেলে, যেভাবে আমার স্বামী আমার হাত ধরেন হাতের তালু স্পর্শ করে, সেভাবেই স্পর্শ করেছিলেন। ইভেন এটা ৩-৪ বার করেছেন উনি। কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিচ্ছিলেন। উনার কাছ থেকে এমন ব্যবহার দেখে ভয়ে আমার হাত কাঁপছিল উনি যখন স্পর্শ করছিলেন। উনার হাতও কাঁপছিল দেখেছিলাম। আমি বিষয়টি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে প্রস্থান করে রুমে এসে দরজা লাগিয়ে দেই। তারপর আমার স্বামীকে ফোনে পুরো ঘটনা জানাই।
আমার স্বামী বললেন, হুরমতে মুসাহহারাত সম্পর্কিত মাসয়ালা জেনে নিতে। তাই এত দীর্ঘ পোস্ট লিখছি যেন প্রকৃত মাসয়ালা জানতে পারি।
এখানে একটা বিষয় বলে রাখি, আমার শ্বশুর ঐদিনের ঘটনার আগের ৪-৫ দিন গ্রামে গিয়েছিলেন একটা কাজে। গ্রামের বাসায় একা ছিলেন রাতে। ঐ বাসায় এর আগে আমার স্বামীর উপর জ্বীনের আক্রমণ হয়েছিল একবার। সে থেকে সবাই জানে আমাদের ঐ ঘরে দুষ্টু জ্বীনের আনাগোনা আছে। এখন আমার পাশাপাশি আমার স্বামীরও ধারণা, হয়ত ওখানে একা থাকতে গিয়েই তার উপর জ্বীনের আছর হয়েছে। আর আমার সাথে ঘটা এই আচমকা ঘটনা জ্বীনের আছরের প্রভাবেও হতে পারে। এই ধারণা আমারও, আমার স্বামীরও। এমতাবস্থায় হুরমতে মুসাহহারাত কি সাব্যস্ত হয়েছে?
আমাকে সঠিক ফতোয়া প্রদানের স্বার্থে কিছু কী-নোট জানিয়ে রাখছিঃ
১. শ্বশুর যখন আমার হাত ধরেছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম এই স্পর্শ স্বাভাবিক নয়। আমি নিজে কোনো কামভাব অনুভব করিনি। তবে ভয়ে আমার সারা শরীরে কাঁপুনি এসেছিল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব।
২. আমার শ্বশুর হানাফি মাযহাব অনুসরণ করেন মোটাদাগে। মাঝেমধ্যে অল্প কিছু বিষয়ে শাফেয়ী-মালেকী মত অনুসরণ করতে দেখা যায়।
৩. আমি আমার স্বামীকে শাফেয়ী-মালেকী মাযহাব অনুসরণ করতে দেখি প্রায় সময়ই। উনার দেখাদেখি আমিও উনার মত আমল করি।
এমতাবস্থায় সবকিছু পর্যালোচনাপূর্বক আমার বিষয়ে হুরমতে মুসাহহারাতের ফতোয়া কেমন হবে?
১. আমার স্বামীর সাথে আমার বিবাহ কি ভেঙে গেছে? আমার তো কোনো দোষ নেই এতে। আমার শ্বশুরের গুনাহের কারণে আমাকে কেন আমার প্রিয় স্বামীর কাছ থেকে দূরে সরে যেতে হবে? আমরা কি এখন হানাফি মত অনুসরণ করব? নাকি শাফেয়ী-মালেকী মত অনুসরণ করব?
২. যদি বিয়ে ভেঙে যায়, আমি কি আর কখনো আমার স্বামীকে ফিরে পাব না? যদি সম্ভব হয়, কিভাবে সম্ভব হতে পারে? আমি চাই আমার বর্তমান স্বামীর সাথেই থাকতে।
কি করব আমি? আমার জন্য উত্তম একটি ফতোয়া দিন প্লিজ। আমি আমার স্বামীর সাথে থাকতে চাই। প্লিজ!