আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (68 points)
reshown ago by
আসসালামু আলাইকুম উস্তাদ,
একজন একটা প্রশ্ন করেছে আমাকে কিন্তু আমি সেটার প্রতিত্তোর দিতে পারিনি। প্রশ্ন টা হুবহু তুলে ধরলাম —


' আম্মার ইবন ইয়াসির রাঃ এর শাহাদাতের ব্যাপারে রাসুলুল্লাহ সাঃ এর যে হাদীস আছে, আর তাতে যে শক্ত শব্দ স্বয়ং রাসুলুল্লাহ সাঃ ব্যবহার করেছেন, আমি ঠিক হুবুহু রাসুল সাঃ এর মত করে একই কথা বললেও কি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদা অনুযায়ী আমি নাজায়েজ কিছু করলাম?রাসুলুল্লাহ সাঃ ঠিক যেই শব্দ ব্যবহার করেছেন সেটাই, এর চেয়ে এক অক্ষরও বেশি না, এক অক্ষরও কম না। '

এবং

তিনি আরও বলেছেন —
' সাহাবায়ে কেরাম সমালোচনার উর্দ্ধে নন।

তবে, যতটুকু হাদীস পেয়েছেন কোন স্পেসিফিক সাহাবীর ব্যাপারে, বা অন্য সাহাবী (যাঁরা প্রমিনেন্ট, উচ্চ মর্যাদাসম্পন্ন ছিলেন) উনাদের ব্যাপারে যা কমেন্ট করেছেন, ততটুকুই সমালোচনা করতে পারেন, অবশ্যই অবশ্যই গঠনমূলক ভঙ্গিমা রেখে। '


এবিষয়ে আমাদের আকিদা কি হওয়া উচিত উস্তাজ?

1 Answer

0 votes
by (732,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকল সাহাবাই সত্যর মাপকাঠি। কোনো সাহাবা থেকে কোনো কিছু প্রকাশ হয়ে গেলে তারা মৃত্যুর পূর্বে অবশ্যই ক্ষমাপ্রাপ্ত হয়েছেন।সুতরাং সাহাবাদের সকলই সত্যর মাপকাঠি। যে কাউকে অনুসরণ করা যাবে। 

ذہب جمہور العلماء إلٰی أن الصحابۃَ رضي اللّٰہ عنہم کلُّہم عدول قبل فتنۃ عثمانؓ و عليؓ وکذا بعدہا ولقولہٖ علیہ الصلاۃ والسلام : ’’ أصحابي کالنجوم بأیّہم اقتدیتم اہتدیتم۔‘‘ (شرح الفقہ الأکبر لملاعلی القاریؒ، ص:۶۳)
জুমহুর উলামায়ে কেরামের মত সমস্ত সাহাবা আদিল,হযরত উছমান রাযি ও আলী রাযি এর ফিতনার আগে ও পরে।  কেননা রাসূলুল্লাহ সাঃ বলেন, আমার সাহাবারা তারকার মত।যে কাউকে তোমরা অনুসরণ করলে, তোমরা হেদায়ত প্রাপ্ত হবে।( শরহুল ফেকহিল আকবার-৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/48884


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সকল সাহাবায়ে কেরাম ক্ষমতাপ্রাপ্ত । এমন আকিদা বিশ্বাস রাখতে হবে। কোনো সাহাবা সম্পর্কে বিদ্বেষ মূলক মনোভাব রাখা যাবে না। যেহেতু তারা ক্ষমাপ্রাপ্ত তাই তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...