আসসালামু আলাইকুম উস্তাদ,
একজন একটা প্রশ্ন করেছে আমাকে কিন্তু আমি সেটার প্রতিত্তোর দিতে পারিনি। প্রশ্ন টা হুবহু তুলে ধরলাম —
' আম্মার ইবন ইয়াসির রাঃ এর শাহাদাতের ব্যাপারে রাসুলুল্লাহ সাঃ এর যে হাদীস আছে, আর তাতে যে শক্ত শব্দ স্বয়ং রাসুলুল্লাহ সাঃ ব্যবহার করেছেন, আমি ঠিক হুবুহু রাসুল সাঃ এর মত করে একই কথা বললেও কি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদা অনুযায়ী আমি নাজায়েজ কিছু করলাম?রাসুলুল্লাহ সাঃ ঠিক যেই শব্দ ব্যবহার করেছেন সেটাই, এর চেয়ে এক অক্ষরও বেশি না, এক অক্ষরও কম না। '
এবং
তিনি আরও বলেছেন —
' সাহাবায়ে কেরাম সমালোচনার উর্দ্ধে নন।
তবে, যতটুকু হাদীস পেয়েছেন কোন স্পেসিফিক সাহাবীর ব্যাপারে, বা অন্য সাহাবী (যাঁরা প্রমিনেন্ট, উচ্চ মর্যাদাসম্পন্ন ছিলেন) উনাদের ব্যাপারে যা কমেন্ট করেছেন, ততটুকুই সমালোচনা করতে পারেন, অবশ্যই অবশ্যই গঠনমূলক ভঙ্গিমা রেখে। '
এবিষয়ে আমাদের আকিদা কি হওয়া উচিত উস্তাজ?