আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. কিছুদিন আগে তাহাজ্জুদ ওয়াক্তে উঠে বিতর সালাত আদায় করছিলাম। তাহাজ্জুদ এর শেষ সময় ছিলো ৪:১৯am ফরজের ওয়াক্ত ছিলো ৪:২০am। সালাম ফিরানো পর দেখি ৪:২০বেজে গিয়েছিল।আবার কি এই বিতর এর সালাত আদায় করতে হবে?
২. আমাদের বাসায় অনেক টিকটিকি।ফ্লোর পাকা হওয়ায় কেউ জুতা পরিধান করেন না।রুম ঝাড়ু দেওয়া সময় যদি ঝাড়ুতে টিকটিকির ভেজা বা সদ্য পায়খানা করা লাগে ঝাড়ুতে তাহলে কি ঝাড়ু ধুয়ে দিতে হবে।
এমনিতে শুকিয়ে যাওয়া পায়খানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে ঝাড়ু আর ধোয়া হয় না। একই ঝাড়ু দিয়ে প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়।ফ্লোর কি নাপাক হয়ে যাবে এতে? মেহেরবানি করে জানাবেন।