বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/117780/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
অসিয়ত হলো কোনো ব্যক্তির মৃত্যুর পরে কোনো কিছু করা বা হওয়ার
নির্দেশনা প্রদান। আমানত পৌঁছে দেওয়া, সম্পদ দান করা, কন্যা বিয়ে দেওয়া, মৃতব্যক্তিকে গোসল দেওয়া, মৃতব্যক্তির রেখে যাওয়া
সম্পত্তির এক তৃতীয়াংশ বন্টন করা ইত্যাদি অসিয়তের অন্তর্ভুক্ত।
,
আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿كُتِبَ
عَلَيۡكُمۡ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ إِن تَرَكَ خَيۡرًا ٱلۡوَصِيَّةُ﴾
“তোমাদের উপর ফরয করা হয়েছে যে, যখন তোমাদের
কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে তা অসিয়ত করবে।”
[সূরা আল-বাকারা, আয়াত: ১৮০]
,
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَا
حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ، يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا
وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ».
“কোনো মুসলিম ব্যক্তির উচিত নয় যে, তার অসিয়তযোগ্য
কিছু রয়েছে আর সে দু’রাত কাটাবে অথচ তার কাছে তার অসিয়ত লিখিত থাকবে না।”
সহীহ বুখারী, অসাইয়া,
হাদীস নং ২৫৮৭; সহীহ মুসলিম, অসিয়ত,
হাদীস নং ১৬২৭; তিরমিযী,
জানায়েয,
হাদীস নং ৯৭৪; নাসাঈ,
অসাইয়া,
হাদীস নং ৩৬১৬; আবু দাউদ,
অসাইয়া,
হাদীস নং ২৮৬২; ইবন মাজাহ,
অসাইয়া,
হাদীস নং ২৬৯৯; মুসনাদ আহমদ, ২/৮০;
মুয়াত্তা মালিক, আকদিয়া,
হাদীস নং ১৪৯২।
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
মাইয়্যিতের অসিয়ত পূরন করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু তিনি ৭ জনকে দেওয়ার কথা বলেছেন তাই তা ৭ ভাগ করতে হবে।