আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি আলাইহি ওয়াবারকাতুহ।
আমার বিয়ে শুদ্ধ হইসে কিনা সে ব্যাপারে জানতে চাইতেসি।
বিয়ে যখন হয়সে তখন আমি দ্বী ন সম্পর্কে কিছুটা জানতাম তবে প্র্যাকটেসিং ছিলাম না,
যার সাথে বিয়ে হইসে তাকে আমি আগে থেকে চিনতাম, বিয়ে সময় এটা মাথায় ছিলো যে আমি যিনা থেকে বেচে যাবো। মসজিদে ছিলো উনি আরও চারজন, দুইজন হাফেজ উনার পক্ষ হতে আর আমার পক্ষ হতে দুইজন, একজন মসজিদ এর ইমাম আর, ইমাম এর ভাই। আমি বাসায় ছিলাম, কল এর মাধ্যমে আমি আমার সম্মতি জানাই। কিন্তু এখন আমার মা বাবা কেউ তো ছিলো না, তাহলে আমার বিয়ে টা কি শুদ্ধ হইসে? এই টেনশনে এখন পাগল হই যাইতেসি। আমার পরিবার জানে না এখনো বিয়ের ব্যাপারে, কিন্তু উনার পরিবারের তারা মেনে নিবে। আমরা এখনো একসাথে থাকি না। আমার পরিবার দ্বীনদার না তারা চাই আমাকে তাদের পছন্দ মতো, বেদ্বীন হলেও এরম পছন্দ, কিন্তু আমার যার সাথে বিয়ে হইসে উনি আলহামদুলিল্লাহ প্র্যাকটেসিং। উস্তাদ বিয়ে টা সহী কিনা?