আসসালামু আলাইকুম
উস্তায আমার বিষয় টি খুব জটিল লিখে বুঝাতে পারব কিনা বুঝতে পারছি না, ফোন কলে বলতে পারলে ভালো হত।তবুও লিখে বুঝানোর চেষ্টা করছি এক্টু ভালো ভাবে বিষয় টি দেখবেন ইং শা আল্লহ।
আমার পিরিয়ড একদম রেগুলার আলহামদুলিল্লাহ।৬ আগস্ট আমার পিরিয়ড শুরু হয়, ৭ দিনে ভালো হয় তারপর নামাজ শুরু করি।মোটামুটি ১২/১৩ তারিখের দিকে নামাজ শুরু করি।১৬ তারিখ সহবাসের কারণে ইমার্জেন্সি পিল খেতে হয়।পিল খাওয়ার ইফেক্ট হিসেবে ২৩ আগস্ট আমার অল্প ব্লিডিং শুরু হয়।আর এই অল্প অল্প ব্লিডিং ২ তারিখ পর্যন্ত চলতেই থাকে।অবশ্য ১/২ তারিখের দিকে খুবই কমে আসে এবং এত সামান্য যে মনে হচ্ছিল শেষের দিকে প্রায় ব্লিডিং। একদম ভালো হওয়ার আগেই ২ তারিখে দেখি ব্লিডিং ফ্লো কিছুটা বেড়ে গেছে।৩ তারিখ আরো বেড়ে গেছে।৩ তারিখ পেট ব্যথা আর ব্লিডিং ফ্লো দেখে মনে হলো আসল পিরিয়ড শুরু হয়ে গেছে।ডাক্তারের মতে,ইমারজেন্সি পিল খেলে শরীরে হরমোনাল চেঞ্জ আসে এজন্য আর্টিফিশিয়াল ভাবে ব্লিডিং হয় তারপর আসল পিরিয়ড শুরু হয়।আমার প্রশ্ন হচ্ছে,পিল খাওয়ার জন্য যে ব্লিডিং হয় সেটা লাস্ট পিরিয়ড শেষ হওয়ার ১৫ দিন আগেই তখন আমি অসুস্থতা ভেবে নামাজ চালিয়ে গেছি, পরবর্তীতে যখন ২ তারিখের দিকে ফ্লো বেড়ে যায় তখন পিরিয়ড ভেবে ৩ তারিখ থেকে নামাজ অফ রেখেছি।প্রশ্ন হচ্ছে,এই অবস্থায় আমার কি নামাজ চালিয়ে যেতে হবে???
পিল খাওয়ার জন্য যে ব্লিডিং শুরু হয় ১০/১১ দিন পর্যন্ত সেদিন গুলো তে নামাজ পড়া ঠিক হয়েছে??? আর এখন মেইন পিরিয়ড ভেবে যে নামাজ অফ রেখেছি সেটা কি ঠিক হচ্ছে??এই মেইন পিরিয়ডের ব্লাড ৭/ ৮ দিনেও ভালো না হলে কবে নামাজ শুরু করব??