السلام عليكم ورحمة الله وبركاته
বেচাকেনার ক্ষেত্রে, ক্রেতা আমাকে একটা অর্ডার করার পর,আমি তাকে স্পষ্ট জানিয়ে দেই যে-আমার কাছে পণ্যটি নেই,কারণ আমি সাপ্লাইয়ার(মাল সরবরাহকারী) এর কাজ করি। তবে সে অর্ডার কনফার্ম করলে এবং কিছু টাকা অগ্রীম দিলে, আমি পণ্যটি আমার কাছে আনি ,পরে তাকে আমি মাল দেখাই, এরপরে সে মাল দেখে ক্রয় করে। এই বেচাকেনার পদ্ধতি কি হালাল বেচাকেনা হচ্ছে?