আমার এক বান্ধবী হেদায়াতের পথে এসেছে আলহামদুলিল্লাহ,সে আগে হারাম সম্পর্কে ছিলো,এখন সে দ্বীনের পথে এসেছে,সে তার সাবেক প্রেমীককে বিয়ে করতে চায় যদিও এখন কোন সম্পর্কে নাই,,কিন্তু ছেলের পরিবারে এখন রাজি না,ছেলের পড়াশোনা শেষ হলে রাজি তখন আপত্তি নাই,আমার বান্ধবীর পরিবারও রাজি তবে ছেলে সময় চাচ্ছে তাই সময় দিতে রাজি তবে বিয়ে দিতে নয়,,কিন্তু দ্বীনের পথে অটল থাকতে তাদের বিয়ে করা জরুরি,,দুই পরিবারই রাজি কিন্তু এখন রাজি না,পরিবারে তেমন প্র্যাকটিসং ইসলাম না,,সমাজকে বেশি গুরুত্ব দেয়,,এমন অবস্তায় তারা কি অভিভাবক ছাড়া বান্ধবী/বন্ধু সাক্ষী রেখে বিয়ে করতে পারবে? আর আমি কি এই বিয়েতে সাক্ষী থাকতে পারি? যেহেতু তারা দ্বীনের ক্ষাতিরে বিয়েটা করতে চাচ্ছে। তাদের বিয়ে জায়েজ হবে? আর হলে কি গুনাহ হবে? যেহেতু পরিবার সম্মমতি আছে তবে এখন চাচ্ছে না বুঝতেে চাচ্ছে না।