আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
১। ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ জমানো প্রসঙ্গে ইসলাম কি বলে?
২। সন্তানের ভবিষ্যতের জন্য / কোনো বিপদ হতে পারে তখন অর্থের প্রয়োজন হতে পারে, এটা ভেবে অর্থ জমিয়ে /গোল্ড/ জমি কিনে রাখা যাবে? এটা কি জায়িজ? নাকি অর্থ না জমিয়ে আল্লাহর উপর তওয়াক্কুল করে থাকতে হবে?
৩। কোনো বিপদ হতে পারে এটা ভেবে অর্থ জমালে কি বাস্তবে সেই বিপদ আল্লাহ দিতে পারেন?