আসসালামু আলাইকুম হুজুর।
আমি যখন হাই কমোড ব্যবহার করি, আমার অনেক সময় পায়খানা করার সময় পায়খানা কমোডের পানিতে পড়লে সেই পানি আবার আমার পাছায় লাগে। এমতাবস্থায় আমি পুশ শাওয়ার দিয়ে আমার পায়খানার রাস্তা ধৌত করি। কিন্তু আমি জানতে চাই, ঐ পানি যেহেতু নাপাক এবং সেই পানি যদি পাছায় স্পর্শ করে, তাহলে কি আমি শুধু ঐখানে পানি দিয়ে ধৌত করে পরে ওজু করে নামাজ পড়তে পারবো?