১।রোমে কোরআন হাদিসের বই বা ইসলামিক যেকোনো সম্মানিত বিষয় যদি খাটের পায়ের দিকের পাশে কোনো রেক বা অন্য কিছুতে পা থেকে উচুতে রাখা হয়। পা যে সাইডে রাখি এক হাত থেকে একটু বেশি দুরে আর এক হাতের একটু বেশি উচু যায়গায়। আরেক পাশে দুরত্ব সমানই কিন্তু উচ্চতা এক হাত বা কিছু কম বেশি হতে পারে। এখন এ খাটে ঘুমালে আদবের খেলাফ হবে কি?
২।রোমের ভিতরে উচু যায়গায় আরবিতে আল্লাহ লিখা আছে সে রুমে আমরা সহবাস করি আমার গোনাহ বা কোনো ধরনের সমস্যা হবে কি?
৩।আমার বাবা জায়গা জমির দালালি করে যেমন জায়গা রেজিস্ট্রি,জমি বিক্রি করে দেওয়া, খারিজ করে দেওয়া, কাগজ পত্রের ঝামেলা থাকলে ঠিক করে দেওয়া ইত্যাদি কাজ করে। ভূমি অফিসের লোকজনের সাথে যোগাযোগ ভালো ঘুষ ছাড়া তো আর কাজ করে না তারা আমার বাবা যাদের সমস্যা আছে তাদের কাছ থেকে কন্টাক্ট করে টাকা নিয়ে ঘুষ দিয়ে কাজ করিয়ে কিছু টাকা লাভ নেয়।কিছু কিছু সময় কন্টাক্টের বেশি চায় বলে টাকা বেশি খরচ হইছে বলে গেছাগেছি করে তারা দেয় অতিরিক্ত কিছু। আবার কিছু কিছু মানুষ কে ঘুরায় অনেকদিন হইছে কাজ করে দেয়না কিছু টাকা ফিরত দেয় বাকি টাকা ঘুরায় আবার কারও টাকাও ফেরত দেয়না কাগজও ঠিক হয়না বলে যে হবে তবে বেশিরভাগই কাজ করে দেয় তা-না হলে এত মানুষ তো আর আসতো না। আমার প্রশ্ন হলো আবার ইনকাম হালাল হবে কি না। আমি বেকার এই ইনকাম থেকে আমার যাবতীয় খরচ চালাতে পারবো কিনা?