১. Assalamu alaikum. Versityr hall er gosolkhanay ফ্লোরে কোনো নাপাক আছে কিনা জানি না,,এক্ষেত্রে এখানে ওজু করার সময় পানি ছিটে শরীরে পড়লে কি ওজু হবে না?
আর আমার ওয়াসওয়াসার সমস্যা আছে,প্রস্রাবের পর ৩-৪ বদনা পানি নিলেও আসার পর মনে হয় এখানে মনে হয় ধুই নি,,তখন গোসল না করা পর্যন্ত নিজেকে নাপাক মনে হয়।এর থেকে পরিত্রানের উপায় কি?
2. আসসালামু আলাইকুম আমার কাছের একজনের হয়ে জানতে চাওয়া।
ক. আমি যেমন লাইফপার্টনার চাই তেমন একজন মানুষকে সবসময় কল্পনা করা কি গুনাহের অন্তর্ভুক্ত? কোনো নির্দিষ্ট মানুষকে না। এমনি একটা পুরুষকে কল্পনা করা। কল্পনায় তাকে নিয়ে সংসার, বাচ্চা এমনকি ফিউজিক্যাল রিলেশন নিয়ে কল্পনা করা, এগুলো কি যিনা এর মধ্যে পড়ে?
খ. আমার দুআগুলো অনেক বড়। তাই আমি আজান ও ইকামাতে সময় মন ভরে সব দুআ করতে পারি না। আমি কি আজান ও ইকামাতের সময় এমন ভাবে বলতে পারবো – “আল্লাহ আমার প্রতিটি দুআ উত্তম ভাবে কবুল করে নিন”। এই এক লাইনের দুআয় কি আমার সবগুলো দুআ কভার হবে?
গ. আমল আল্লাহর জন্য করতে হয়। অনেকে ইস্তেগফার, দুরুদ পড়ে দুআ কবুলের নিয়তে। এতে নিয়তটা দুনিয়া কেন্দ্রীক হয়ে যায়, যার ফায়দা আখিরাতে নেই।
তো আমি যদি নিয়ত করি – “আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া ও আখিরাতের জানা-অজানা সমস্ত ফজিলত আফিয়াহ ও খইরের সাথে লাভ” এই নিয়ত দুনিয়া আর আখিরাতে উভয়ে কাজে আসবে? নাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমল করবো। যেমন ইস্তেগফার, দুরুদ, স্পেসিফিক কিছু কুরআনের দুআ, যিকির।
৩. Assalamualaikum.. Akjon meye ki YouTube e tar art& craft er video upload kortey parbe? nije k প্রদর্শন kora Sara এবং voice দেওয়া ছাড়া। শুধু মাত্র craft এর video?
৪. আসসালামু আলাইকুম, আমার একজনের সাথে বিয়ের আলাপ আসে অর্ধেকদ্বীন পেইজ থেকে। উনি যেদিন যোগাযোগ করেন ওইদিনই ফজরের পরপর আমি স্বপ্নে দেখি এ পেইজের অফিসে আমি আর আব্বু গেছি একজন লোক আড়ালে থেকে আমাদের দেখছিল।৷
ঘুম থেকে উঠার পর উনি আব্বুকে কল করে প্রস্তাব দেন৷ তারপর যখন পাত্রের ছবি দেখি তখন অবাক লাগে যাকে স্বপ্নে দেখলাম আমাদের আড়াল থেকে দেখতে অনেকটাই উনার মত৷ ৮ মাস ধরে ২/৩ বার উনার সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিকঠাক হয়েও ভেঙে যাচ্ছে, একবার আমাদের দিক থেকে আরেকবার উনাদের দিক থেকে।
উনি প্রস্তাব দেয়ার আগেই যে আমি উনাকে স্বপ্নে দেখেছিলাম এটার ব্যাখ্যা কি হতে পারে জানাবেন প্লিজ।
৫. আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো
ক.- বর্তমানে এমন কাপড় পরে মেয়েরা নামায পড়ে যা বাহির থেকে ভিতরের কাঠামো বোঝা যায় এমন কাপড় পরে মেয়েরা নামায পড়তে পারবে কী?
খ. - কোনো মেয়ে গায়রে মাহরামে সাথে কী এসব কথা বলতে পারবে- সালাম দেওয়া, কেমন আছে জিজ্ঞাসা করা ইত্যাদি।
৬. আসসালামু আলাইকুম
মিরাজের আগে কি কোনো নামাজ ছিলো?একজন বলতেছে ২ ওয়াক্ত নামাজ ছিলো?
জাঝাকুমুল্লহু খইর
৭. আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
আমার আব্বু আমার আম্মু কে অনেক মারধর করে অনেক আগে থেকে আর অনেক গালিগালাজ করে।আম্মু আব্বুর উপর এতো বেশি কষট পেয়েছে যে আব্বুর সাথে আর কোন কথাই বলে না এক রুমে থাকেও না। আবার তালাক দিতেও চায় না কারন আমার নানা নানু বেচে নেই। তালাক দিয়ে জাওয়ার কোথাও জায়গা নেই। আম্মু আগে অনেক চেস্টা করেছে আব্বু কে ভাল হওয়ার জন্য কিন্তু আব্বু ভালো হয় না। সামান্য কথা কাটাকাটি হলেই ধরে মারে। এ ক্ষেত্রে আমার আম্মু কি করতে পারে?? আলাদা থাকলে কি আম্মুর গোনাহ হবে?
৮. আসসালামু আলাইকুম।
আমার বাসুর অবিবাহিত।শশুড়বাড়িতে বাসুরের সামনে পড়ে যায় হুটহাট।আর উনাকে বুঝালে বুঝেনা সামনে চলে আসে হালকা মানসিক সমস্যা আছে উনার।এমনিতে সবকিছু বুঝে।এক্ষেত্রে আমার পর্দা রক্ষার্থে আমার স্বামীর কি উচিত নয় আমাকে আলাদা রাখা যদিও উনার মা-বাবা কষ্ট পায়।আর স্বামী যদি রাজি নাহয় আলাদা রাখতে স্বামীর কথা না শুনে আমি কি বাবার বাড়ি থাকতে পারবো?
৯. আসসালামু আলাইকুম।
ক.. দাদা যদি নাতনীর জন্য ছেলের নামে জমি লিখে দেয় সেক্ষেত্রে নাতনী আদৌ হকদার হবে? কেননা জমি নাতনীর পড়াশোনা বা বিয়ের জন্য খরচ করার জন্য বলে দিলেও দিয়েছে তো উনার ছেলের নামেই লিখে।
খ. বাবা মারা যাওয়ার আগে সন্তান বাবার সম্পদের অংশ পাবে না?
১০. আমার স্বামী যদি আমাকে চাকরি পেতে বাধ্য করে, (চাকরি পেতে হলে আমার রেজাল্ট ভালো করতে হবে এবং তার জন্য আমাকে নন মাহারাম টিচারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে,আর আমার বাবা মাও এটাই চায় যাতে আমি রেজাল্ট ভালো করে ভালো চাকরি করি,তারা আসলে আমাকে নিয়ে গর্বিত হতে চায়)এক্ষেত্রে যদি আমি নন মাহারাম টিচার বা ব্যাচমেট দের সাথে কথা বলি,তাহলে কি গুনাহ হবে?সে আমাকে ডিভোর্স এর ভয় দেখিয়েছে যদি ভালো চাকরি না পাই
১১. আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
আমার বিয়ের ৩য় বছর চলছে। বিয়ের সময় কাবিনে দেনমোহর ধরা হয় ১০ লক্ষ টাকা এবং ৫ ভরি স্বর্ণ। বিয়ের সময় স্বর্ণ প্রায় ৫ ভরি + দেয়। সাজানি দেয় ৭০/৮০ টাকার মতো। কত টাকা জানি উসুল লিখা হয় আমার মনে নেই কিছু। বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে ৮/১০ টা সমাজের বিয়ের রীতিতে ১০ লক্ষ টাকা মোহরানা ধরে ।তখন আমি মাত্র এসএসসি পরিক্ষা দিয়েছি।দ্বীনের কোনো বুঝ / জ্ঞান কিছুই ছিলো না আমার।আমার স্বামী দেশের বাহিরে থাকে, ওর ইনকাম আলহামদুলিল্লাহ ভালো । কিন্তু ওর দ্বারা ওই মুহুর্তে ১০ লক্ষ টাকা মোহরানা নগদ পরিশোধ করে বিয়ে করা সাধ্য ছিলো না। কিন্তু কে বুঝাবে কাকে, ছেলের বাড়ি থেকে একজন লোক একবার বলে, কিন্তু আমার বাবা সমাজের বিয়ের মত বলায় ওরা বাড়াবাড়ি করে নি। বিয়ের রাতে আমার স্বামী আমাকে সবকিছু বুঝিয়ে বলে। আমি আমার স্বামী কে মন থেকে মাফ করে দিই।আমার দ্বীনের বুঝ এসেছে ১- দেড় বছর। অনলাইনে একটা মাদ্রাসায় পড়ি। যেদিন উস্তাদ বিয়ের মোহরানার বিষয়ে দারস পড়ায়। সেদিন থেকে আমার কেমন যেন লাগে।সবসময় নিজেকে ছোট ছোট লাগে। মনে হয় আমার বাবা আমার স্বামীকে জোর করে তার উপর কিছু চাপিয়ে দিয়েছে। এখনো আমার মোহরানা পরিশোধ হয় নি।আমার মাঝে মাঝে মনে হয় আমার দেনমোহর যদি ১ লক্ষ টাকা হতো হয়তো আমার স্বামী অনেক আগে পরিশোধ করতে পারত।আমি চাচ্ছি আমার কাবিনে সবকিছু ঠিক রেখে শুধু দেনমোহর টা চেঞ্জ করতে। ইসলামি শরীয়াহ তে এমন কোনো নিয়ম আছে কাবিন সংশোধনের।সত্যিই বলতে কি - আমার কোনো দাবি নেই এই দেনমোহর নিয়ে আমার স্বামীর উপর । আমি মন থেকে চাচ্ছি এটা।
আমি কি করতে পারি? আমার কাছে মনে হচ্ছে আমি যদি মারা যাই এই মুহুর্তে ওকে( আমার স্বামীকে) হয়তো কখনো তার কবরে হিসাব দিতে হবে আমার মোহরানা নিয়ে। আমার কাছে অনেক ঝঞ্জাট মনে হচ্ছে এই বিষয়টি।আমার স্বামীর উপর তো এটা একটা দায়বদ্ধতা। আমি চাচ্ছি না আমার স্বামী আমার জন্য এমন একটা বিষয় নিয়ে দায়বদ্ধ থাকুক।
১২. আসসালামু আলাইকুম
এই তিনটি ছবি সম্পর্কে আলাদা আলাদা ভাবে জানতে চাচ্ছিলাম - এগুলো তৈরি করা এবং ঘরে রাখা কি জায়েজ হবে?
দয়া করে প্লিজ আমাকে উত্তরটা জানাবেন।
ছবি লিংক:
https://www.facebook.com/groups/ifatwa.info/permalink/1305328157842845/