আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারোকাতুহ,
আমি আজ দুপুরে ঘুমিয়ে স্বপ্নে দেখি যে আমাদের রুমে যেখানে সোফা আছে সেখানে এখন আলমারি। রুমে লাইট জ্বালানো ছিলো তখন রুমে আসা যাওয়া করার সময় আমি আমার নানার আওয়াজ পাই ,পরে দেখি কেউ আমার নানাকে আলমারিতে আটক করেছে। তবে আমি বুঝতে পারি যে ভয়ংকর কেউ আমার নানাকে আটক করেছে তাই আমি কোনো reaction দেইনা।।তবে আমি কিছু ক্ষণ পর পরই আমার নানার আওয়াজ শুনতে পাই।তিনি যেন আমাদের সাহায্যের জন্য ডাকছেন। পাত্তা না দিলেও সবাই ভীত হয়ে যাই। সেই রুমেই খাটে আমি আর আম্মু একটু ঘুমাই তখন রুমের লাইট ওফ তবে বাইরে থেকে‌আলো আসছে। ঘুমানোর কিছু ক্ষণ পর আমি অনুভব করি আমি আস্তে আস্তে পেরালাইজড হয়ে যাচ্ছি ।আমি প্রচন্ড ভয় পাই এবং জোরে জোরে যিকির শুরু করে দেই। অনেক সময় জিকির করি ।আমার মাও তাই করে। যিকির করতে করতে এক সময় আমার শরীরের জোর পাই। সাথে সাথে আমি আর আম্মু অন্য রুমে যাই এবং একে অন্যেকে জড়ায় ধরে বলি
"وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ"
এবং আমরা মুক্তি পাই । আমরা খুশি হলাম এবং সাথে সাথে আমার ঘুম খুলে যায়।তবে আমার নানাকে মুক্ত হতে দেখিনি।
এ স্বপ্ন দ্বারা কী আল্লাহ পাক আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন?