আসসালামু আলাইকুম।
ঘটনাটা আমার মা বাবাকে নিয়ে। আমার বাবা খুব রাগী এবং মানুষের সাথে খুব কম মিশতে পারে। আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করে, তো আমার মাকে পছন্দ হয়নি, তুচ্ছতাচ্ছিল্য, রেগে কথা বলা অনেক সময় অনেক কিছুই শুনতে হয়।
আজকে সন্ধ্যায় পরিচিত এক দোকানদারের সাথে বাবার তর্ক হয়,দোকানদারও কি আব্বুও রেগে কথা বলে। এদিক ঘটক আরো কয়েকজন আসছে তাদের সাথে ভালোমত কথা বলেই নামাজে চলে যায় তারপর ওনারাও চলে যায়।
পরে আম্মু আর আমি দোকানে কি হয়েছে শুনতে চাইলে বলে। আম্মুকে বলে বাসা থেকে বের হবা না,আসলে আব্বু না থাকলে বাজারে যাওয়া সমস্যা ছিলনা এখন একটু কিছু হলেই যেন সমস্যা। যাকগে পরে আম্মু বলে তাহলে আত্মীয়ের এলাকায় কেন বাড়ি করছো,এভাবে কথা বাড়ে।
তারপর আম্মু হয়ত বলে চলে যাব কিছু একটা, তারপর আমার বাবাও বলতে থাকে চলে যাও,যাও না কেন এমন কিছু কয়েকবার বলে তারপর বলতে থাকে টাকা দিয়ে দিব মানে কাবিনের টাকা দিয়ে দিবে এটাও কয়েকবার বলছেন। আমার সাহস হচ্ছে না এসব তালাকের নিয়তে বলছে কিনা, কথার স্টাইলে তাই মনে হয় তালাকের নিয়তে হয়ত,আবার এমনটা নাও হতে পারে।
যদি নিয়ত তালাকের হয় তাহলে কি তালাক হয়ে যাবে? করণীয় কি?
আমার বিয়ের জন্যই আজকে এমন,মূলত আমার জন্যই। যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব। আমি আর এসব নিতে পারছি না।
আমি প্রচন্ড ওয়াসওয়াসার সমস্যায় ভুগি। আমি দুআ করতাম আল্লাহ যেন আমার বাবা মার মধ্যে তালাক না ঘটায়, আর কিছু বিষয় দুআ করলে দেখা যায় সেটাই হয়।
জলদি জানাবেন মিন ফাদ্বলিক।