আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, যে বছর বয়স থেকে হায়েজ হয়েছে তখন থেকে রোজা ফরয হিসাব করে আনুমানিক হিসাবে আমার প্রায় ২১০টি রোজা কাযা রয়েছে। দ্বীনের বুঝ না থাকায় তেমন গুরুত্ব দিয়ে আদায় করিনি। এগুলো কাযা আদায় করছি প্রায় ৫০টার মতো আদায় সম্পন্ন হয়েছে। আমি মৃত্যু আসার আগ অবদি যতোটা পারি আদায় করবো নিয়ত আছে ইন শা আল্লাহ। প্রতি বছর আরও ৭টা করে যোগ হয়। পাশাপাশি আমি চাচ্ছি রোজার কাফফারা যাকাতগ্রস্তব্যাক্তিকে টাকার মাধ্যমে আদায় করে রাখতে। তাহলে কতো পরিমাণ টাকা দিতে হবে?
আমরা মধ্যবিত্ত বলা চলে ফিতরার পরিমাণে রোজার কাফফারা আদায় করলে কিসমিস পরিমাপক ধরতে হবে?