১. আমার পায়ে প্লাস্টার করেছিলাম পা ভাঙার জন্য। তখন জানতাম না যে হেলান দিয়ে দাড়াতে পারলেও দাড়িয়ে নামাজ পড়তে হবে। আমি তখন লাঠিতে ভর দিয়ে কিছুক্ষণ দাড়াতে পারতাম। কিন্তু তখন সব নামাজ বসে পড়েছি৷ ঐ নামাজগুলো কি হয়েছে নাকি আবার পড়তে হবে?
২. اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
একজন বোনের হয়ে পোস্ট করছি,, রেক্সোনা বা পারফিউম ব্যবহার করে কি নামাজ হবে,,?
উত্তরটা জানালে মুনাসিব হয়
৩. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওস্তাজ, অন্যের বাড়ির বাইরের বা কোনো পার্কের গাছের ডাল কাটিং নিলে কি হক নষ্ট হবে অথবা বিদ্যমান গাছের ফুল থেকে বীজ নিলে কি হক্ক নষ্ট হবে? যেহেতু এটা কোনো ফল নয় আবার এই কাটিং থেকে নতুন গাছের চারা হবে তাহলে কি গুনাহ হবে? যদি মালিকের পার্মিশন নেয়ার অপশন না থাকে।
৪. আসসালামু আলাইকুম৷ আমাদের বাসায় অনেক গাছপালা। কাপড় নাড়লে পাখির ময়লা প্রায়ই লাগে। আমি প্রায় সময় ধুয়ে নামাজ পড়ি। কিন্তু মাঝেমধ্যে এত অল্প হয় যে দেখা যায়না। যেহেতু এগুলো দিয়ে নামাজ পড়ি এখেত্রে কি নামাজ হবে?
৫. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের নিয়ে গ্রামের মুরব্বিদের প্রচলিত কিছু কথা আছে। যেমন কিছু মারা যাবে না, কোনো কিছু কাটা যাবে না কোনো কিছু করা যাবে না তাহলে নাকি বাচ্চা কোনোনা কোনো খুত নিয়ে আসে। ইসলাম এ ব্যাপারে কি বলে এসময় কি আসলেই গর্ভবতী দের জন্য অধিক সতর্ক থাকতে হবে নাকি ওইসব নিয়ম কানুন কুসংস্কার। আমার কাছে বিষয়গুলো কেমন জানি লাগে ভিত্তিহীন মনে হয় ইসলামিক দৃষ্টিতে জানতে চাই।
৬. আচ্ছা, আল্লাহ্ তায়ালার কাছে জীবনসঙ্গী হিসেবে একজন দ্বীনি মানুষ দোয়ার মাধ্যমে চাওয়া যায়। এক্ষেএে কোনো নির্দিষ্ট কাউকে,নাম উল্লেখ করে জীবনসঙ্গী হিসেবে কি মোনাজাতে চাওয়া যাবে?