আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
গতকালকে আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি।
এটা
https://www.ifatwa.info/126304/
এখানে আমার আরেকটু জানা দরকার উস্তায, তাহলে উপকৃত হতাম। আমি আবারও বলি, আমার শশুরকে আমি চরিত্রহীনের কাতারে ভাবতে পারি না, আমি উনাকে রেসপেক্ট করি। আর এটাও আশংকা করি না যে, উনার দ্বারা সেচ্ছায় জিনার আক্রমণের শিকার হবো বা খারাপভাবে খারাপ নিয়তে তিনি স্পর্শ করবেন। এরকম চিন্তা উনার ব্যাপারে আনলে নিজের উপর ঘৃণা হবে আমার, উনাকে আমি যথেষ্ট সম্মান করি।
কিন্তু আমি শুধু এটুকু ঝুঁকি আশংকা করি যে, উনি স্বভাবসুলভ যে স্পর্শ করতে পারেন তাতে উনার ফিলিংস কাজ করবে কিনা জানিনা, কিন্তু আমার ফিলিংস কাজ করতে পারে। স্পর্শকাতর জায়গায় যদি উনি স্পর্শ করেন তাহলে স্বাভাবিক ফিতরাতের কারণে হয়তো আমার মধ্যে উত্তেজনা আসতে পারে, তাহলে তো হুরমত হয়ে যাবে। আবার এটাও সঠিক যে, একজন পুরুষের কোনো নারীর স্পর্শে উত্তেজনা কাজ করে কিনা তা তো আমি জানি না, যদিও তা স্বভাবসুলভ হয়।
এখানে নিকাবসহ খাস পর্দা কঠিন হয়ে যাবে উস্তায। কারণ শশুর শাশুড়ির সাথে বসেই সকালের নাস্তা খাই, দুপুরের খাবার খাই। শশুর বাহির থেকে আসলে আমাকে ডাকেন শরবত বানিয়ে দিতে, সকালে নাস্তা বানানোর সময় সবাই ঘুমিয়ে থাকে কিন্তু শশুর রান্নাঘরে জগে পানি ঢালেন, আরও টুকটাক ঘরের কাজ করেন। মানে একই বাসায় থেকে উনার সাথে নন-মাহরামের মতো নিকাবসহ খাস পর্দা করা কঠিন। করলে পাগল বলবে। উনার ডাকে না গেলে বেয়াদব মনে করবে, ভাববে শশুর শাশুড়িকে হয়তো আমি সহ্য করতে পারি না
এজন্য যদি স্পর্শ এড়াতে আমি দূরত্ব বজায় রেখে চলি, নিজের মাঝে গাম্ভীর্য রাখি আর বড় হিজাব পড়ে চলি–
১. তাহলে কি উনাদের সামনে জরুরতের সময় বের হতে পারবো না নিকাব ছাড়া?
নাকি নিকাব লাগবেই মাস্ট?
২. একসাথে বসে খেতে পারবো না?
৩. আলাদা বাসা কি লাগবেই মাস্ট?
৪. আলাদা থেকে আমার জাওজ পিতামাতার খেদমত কিভাবে করতে পারেন?
দয়া করে পয়েন্ট আকারে উত্তর পেলে ভালো হতো, মিন ফাদ্বলিক।