আসসালামু আলাইকুম । আমার হাসব্যান্ড আমাকে 9এই জুলাই তালাক দেই msg a , একসাথে 3 তালাক । যদিও এটা অনেকের মত হয়ে যায় । আমার 24তারিখ প্রথম হায়েয শুরু হয় তালাকের পর । আবার আমাকে 8এ আগস্ট আবার msg a তালাক দেই । আর আমার আবার আগস্ট এর 26 তারিখ হায়েয শুরু হয় । আর শেষ হয় আবার আমাকে সে 1 সেপ্টেম্বরে msg a আবার তালাক দেই । আমি জানতে চাই , আহলে হাদিস, এর মত অনুযায়ী এটা কই তালাক হয়েছে । আমাকে দয়া করে বলবেন আর একটু বলবেন আমি কত তারিখে আমর ইদ্দত ফুল শেষ করব । আর প্রথম বার তালাকের পর একবার সামি বলছিল যে আমি তোমাকে এত সহজে ছাড়বো না , তুমি যদি চাও আমি ফিরাই নিবো। এখন মোট কত তালাক হয়েছে