১। আমি একজন মেয়ে। আমার প্রতিবেশি অসুস্থ নন মাহরাম ব্যক্তিকে কি দেখতে যেতে পারব? উনার সাথে কি অসুস্থতার বিষয়ে কথা বলতে পারব?
২।যদি নন মাহরাম কেউ মারা যায় তাহলে কি উনাকে দেখতে যাওয়া যাবে?
৩।আমাদের এলাকায় প্রচলিত যে,, কোনো ব্যক্তি তার ঘরে মারা গেলে পরে গোসল জানাজার জন্য বাইরে নিয়ে গেলে, ওই ব্যক্তিকে দেখলে,,যদি মাহরাম হয় তাহলে স্পর্শ করলে এবং যে ঘরে মারা গেছে সেই ঘরে গেলে,, তারপর মৃত ব্যক্তির বাড়ি থেকে নিজ বাড়িতে আসলে গোসল না করে ঘরে প্রবেশ করা নিষেধ,, এটা কি ঠিক?