আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু উস্টাদ। অনলাইনে বর্তমানে অনেক রুকাইয়ার অডিও পাওয়া যায় নির্দিষ্ট টপিক এ। রাকি কুরআন থেকে নিদিষ্ট আয়াত পাঠ করেন, হাদিসের দোয়া সহ নিজ থেকে শরীর থেকে বাজে প্রভাব গুলো বের হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, অনেক সময় ধমক দিয়ে রুকাইয়া করেন আল্লাহকে ডেকে দেখে বাজে জিনিস ধ্বংসের দোয়া করেন। এখন আমার প্রশ্ন হলো উস্তাদ এই রুকাইয়া গুলো করা কী জায়েজ অনলাইনে? যেহেতু রাকি আমার সমস্যা বাস্তবে দেখছেন না লক্ষণ দেখে বিভিন্ন রুকাইয়ার পরামর্শ দিচ্ছেন?রুকাইয়া করার পর শরীরে ইফেক্ট ও হয়।এভাবে রুকাইয়া করলে কী ক্ষতির আশংকা আছে বা যদি জায়েজ হয় তাহলে এমন রুকাইয়া অডিও শুনে রুকাইয়া করলে কী সত্যি সুস্থ হওয়া যায়? রুকাইয়া করে দিনদিন অসুস্থ হয়ে যাওয়া কী ভালো আলামত?
জাঝাকাল্লাহু খাইরান।