১. Assalamualaikum
Keo baje comment korben na plz.
Ami jokhon inter 1st year pori tokhon ak friend fajlamu Kore bolteche tui 3 bar kobul bol Ami bolche, then o bole alhamdulilla kobul.
Akhon ki amr oi cheler sathe biye foroz Hoye geche?
Akhon amr koronio ki aktu bolben plz
২. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার ১ বছরের বেশি সময় ধরে পুরো মাসেই মাঝে মাঝে হলুদ স্রাব দেখা যায়। হায়েজ শুরুর আগে আর পরে বেশি হয়। লাল/লালচে রং দেখা যাওয়ার পর থেকে হায়েজ ধরে নামাজ বন্ধ রাখি। ৬/৭/৮ দিন পর ব্লিডিং বন্ধ হয়ে যায়। তারপর হলুদ স্রাব দেখা যায়, এরপর সাদাস্রাব দেখা যায়। পরে আবার হলুদও দেখা যায় মাঝে মাঝে। টিস্যু দিয়ে চেক করলে হালকা হলুদ/ গাঢ় হলুদ দেখা যায় কিন্তু সালোয়ারে বেশিরভাগ সাদা দেখা যায়। আমি হায়েজ শুরু আর শেষের সময় কীভাবে বুঝবো? সাদা স্রাব দেখা গেলে সেদিন থেকে সালাত শুরু করবো? সাদা স্রাব দেখা যাওয়ার পরও ১০ দিনের মধ্যে আবার হলুদ স্রাব দেখা যায়।
আমার হায়েজ অনিয়মিত। প্রতিমাসে নির্দিষ্ট দিনে হয় না। অভ্যাসের দিনও নির্দিষ্ট না। ২/৩ দিন বা ৬/৭ দিন পরপরই হলুদ স্রাব দেখা যায়। আমি কীভাবে হায়েজের শুরু আর শেষ হিসাব করবো?
৩. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমার পরিচিত এক বোনের বেবী হয়েছে আজ ৫০ দিন।উনার এখনো ব্লিডিং বন্ধ হয়নি।দিনে একবার হয় বা কয়েক ঘন্টা পর পর একটু ব্লিডিং হয়।নেফাস ধরা হয় ৪০ দিন পর্যন্ত।তাহলে এই ক্ষেত্রে উনি কি সালাত আদায় করতে পারবেন?
৪. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতহু
আমি দীর্ঘ দিন থেকে যাদুগ্রস্থ।
২ মাস রুকাইয়া করিয়েছি ৮ টি সেশন নিয়েছি। খুব একটা ভালো ফলাফল পাইনি। রাক্বি বলেছেন আরো সেশন নিতে হবে।এই কয়দিনে রুকাইয়া করাতে আমার প্রায় ২০ হাজার এর বেশি টাকা ফুরিয়ে গেছে।রুকাইয়ার খরচ বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাদ দিয়েছি।। আমি এখন সবসময় অসুস্থ থাকি। আমার মা এগুলো সহ্য করতে না পরে কবিরাজের কাছে গেছে জানার জন্য। আমি কবিরাজ কে বিশ্বাস করিনা একদমই। আমার মা ও করেনা।।তারপরেও গেছেন।
কবিরাজ বলেছে আমার মাথায় ঔষধ দিয়ে পড়া পানি দিয়ে হাত ধুলে আমার শরীর থেকে যাদু বস্তু বের হয়ে যাবে।।
আমার প্রশ্ন হলো,কবিরাজের থেকে কি ঔষধ আর পড়া পানি নেওয়া যাবে?
৫. আমরা যখন কুরআন বা হাদীস এর যেকোনো দুয়া পড়ে আল্লাহর কাছে চাইবো তখন কি নিয়ত করব যে এই দুয়া (যেমন ইস্তেগফার)কিছু দিতে পারবে না আল্লাহ্ না চাইলে।