আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার প্রশ্ন হলো , আমাদের আকীদ বই এ বলা আছে আল্লাহ তায়ালার গুনবাচক কিছু নাম আব্দ যুক্ত করে রাখতে ।
তাহলে আমাদের চারপাশের এমন অনেক বোনের নাম আছে নাদিয়া রহমান, ফাউজিয়া রহমান (যদিও তা বাবার নাম থেকে রেখেছেন),
তাহলে এই নামে গুলো কী ডাকতে পারবো?
জাযাকাল্লাহু খায়রান ।