আসসালামু আলাইকুম, আমার এ্যাংজাইটির সমস্যা হয় মাঝে মাঝে, তখন আমার এত খারাপ লাগে যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনা, কোনো কাজে আগ্রহ থাকেনা, বুকে চাপ লাগে, অস্হিরতা কাজ করে, বসলে অস্হিরতা কম হয়, তখন আমি ফরজ নামাজও মাঝেমধ্যে বসে পড়ি আবার অনেক সময় কষ্ট হলেও অমনযোগ থাকলেও দাড়িয়ে পড়ি, তাহলে কি বসে পড়া ফরজ নামাজ কবুল হবে? আমি জানি যে শারীরিক অসুস্থতা ব্যতীত ফরজ বসে পড়লে তা কবুল হবেনা।