আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
13 views
ago in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম, আমার এ্যাংজাইটির সমস্যা হয় মাঝে মাঝে, তখন আমার এত খারাপ লাগে যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনা, কোনো কাজে আগ্রহ থাকেনা, বুকে চাপ লাগে, অস্হিরতা কাজ করে, বসলে অস্হিরতা কম হয়, তখন আমি ফরজ নামাজও মাঝেমধ্যে  বসে পড়ি আবার অনেক সময় কষ্ট হলেও অমনযোগ থাকলেও দাড়িয়ে পড়ি, তাহলে কি বসে পড়া ফরজ নামাজ কবুল হবে? আমি জানি যে শারীরিক অসুস্থতা ব্যতীত ফরজ বসে পড়লে তা কবুল হবেনা।

1 Answer

0 votes
ago by (698,160 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
اگر کھڑے ہونے پر قادر ہوں تو وتر اور فجر کی سنتیں کھڑے ہو کر پڑھنا ضروری ہیں ،بیٹھ کر ادا نہیں ہوں گی،البتہ دیگر سنتیں اور نوافل بیٹھ کر بھی ادا ہوجائیں گے،لیکن کھڑے ہو کر پڑھنے کا ثواب زیادہ ہے۔
যদি মুসল্লী দাড়াতে সক্ষম হন, তাহলে ফরয নামায দাড়িয়ে পড়তে হবে। আর অক্ষম হলে যেভাবে সম্ভব সেভাবেই মুসল্লী নামায আদায় করবেন।দাড়ানো সম্ভব অবস্থায় ওয়াজিব, এবং ফজরের সুন্নত দাড়িয়ে পড়তে হবে। তবে ফজরের সুন্নত ব্যতিত অন্যান্য সুন্নত এবং  নফল নামায় দাড়ানো সক্ষম অবস্থায়ও বসে পড়া যাবে।

مأخَذُ الفَتوی
(ومنها القيام) وهو فرض في صلاة الفرض والوتر  هكذا في الجوهرة النيرة والسراج الوهاج.(الفتاوی الھندیۃ:1/69)

(قوله والقيام) لقوله تعالى {وقوموا لله قانتين} [البقرة: 238] أي مطيعين، والمراد به القيام في الصلاة بإجماع المفسرين، وهو فرض في الصلاة للقادر عليه في الفرض وما هو ملحق به.(البحر الرائق:1/308)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2049

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বিবরণ থেকে বুঝা যাচ্ছে যে, আপনার তেমন কোনো জরুরত নেই যে বসেই নামায পড়তে হবে।বরং দাড়িয়ে নামায পড়াও আপনার জন্য সম্ভব। কাজেই আপনাকে ফরয ওয়াজিব এবং ফজরের সুন্নত দাড়িয়েই পড়তে হবে।বসে পড়লে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...