বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিনদিনের কম হায়েয হয়না। এবং হায়েযের সময় গণনার ক্ষেত্রে ২৪ ঘন্টায় ১ দিন গৃহীত হবে।
হায়েযের ক্ষেত্রে নারীরা ২৪ ঘন্টায় একদিনকে গণনা করবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২০১)
لما في مراقی الفلاح :
"أقل الحيض ثلاثة وأكثره عشرة وأقل ما بين الحيضتين خمسة عشر يومًا و لا حد لأكثره" لأنه قد يمتد أكثر من سنة."
(کتاب الطہارہ،باب الحیض والنفاس،ص:61،ط:المكتبة العصرية)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, যেহেতু তিনদিনের পূর্বেই রক্তস্রাব বন্ধ হয়েছিলো,তাই এগুলো ইস্তিহাযার রক্ত হিসেবে বিবেচিত হবে।
(২) এখন বা প্রতি মাসেই আপনি তিনদিন তিনরাত পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর সিদ্ধান্ত নিবেন।যদি হায়েয না হয়, তাহলে সবগুলো নামায কাযা করে নিবেন।
(৩) ৩দিন ৩রাত তথা৭২ ঘন্টা রক্তস্রাব চলমান না হলে সেটাকে শরিয়াহ মোতাবেক হায়েয ধরা হবেনা।