আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
9 views
in পবিত্রতা (Purity) by (7 points)
আসসালামু আলাইকুম উস্তাজ,
৭ মাস আগে(জানুয়ারির শেষে) আমার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ । মে,জুলাই,আগস্ট ৩ মাসে ৩ বার খুব সামান্য করে ব্লিডিং হয়েছে যা ২-২.৫ দিন করে ছিলো,৩ দিন পূর্ণ হয়নি কোনবারই । তাহলে তো
১) এগুলো আমার ইস্তিহাজা হবে?

আজ আবার একটু ব্লেডিং স্টার্ট হয়েছে,
২) এখন উস্তাজ আমি কি নামাজ চালিয়ে যাব নাকি ৩ দিন ওয়েট করতেই হবে ?

আমি ডক্টর হিসেবে জানি যে যেহুতু আমি ল্যাকটেটিং মাদার,হরমোনাল কারণে এমন সাইকেল সাভাবিক ।কিন্তু,
৩) ৩ দিন ৩ রাত/৭২ ঘন্টা চলমান না হলে তো শরিয়াহ মোতাবেক হায়েজ ধরা হবেনা?

1 Answer

0 votes
by (698,160 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিনদিনের কম হায়েয হয়না। এবং হায়েযের সময় গণনার ক্ষেত্রে ২৪ ঘন্টায় ১ দিন গৃহীত হবে। 

হায়েযের ক্ষেত্রে নারীরা ২৪ ঘন্টায় একদিনকে গণনা করবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২০১)
لما في مراقی الفلاح :
"أقل الحيض ثلاثة وأكثره عشرة وأقل ما بين الحيضتين خمسة عشر يومًا و لا حد لأكثره" لأنه قد يمتد أكثر من سنة."
(کتاب الطہارہ،باب الحیض والنفاس،ص:61،ط:المكتبة العصرية) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7094

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জ্বী, যেহেতু তিনদিনের পূর্বেই রক্তস্রাব বন্ধ হয়েছিলো,তাই এগুলো ইস্তিহাযার রক্ত হিসেবে বিবেচিত হবে। 

(২) এখন বা প্রতি মাসেই আপনি তিনদিন তিনরাত পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর সিদ্ধান্ত নিবেন।যদি হায়েয না হয়, তাহলে সবগুলো নামায কাযা করে নিবেন। 

(৩) ৩দিন ৩রাত তথা৭২ ঘন্টা রক্তস্রাব চলমান না হলে সেটাকে শরিয়াহ মোতাবেক হায়েয ধরা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...