ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইমাম সাহেবের পিছনে মুক্তাদি শুধুমাত্র "রাব্বানা লাকাল হামদ" বলবে, এবং ইমাম সাহেবের জন্য রব্বানা লাকাল হামদ বলা সুন্নত নয়।
(২) নিয়মিত ফজর নামাজ আদায় যে করে না,তাকে তাওবাহ করতে হবে। এবং বাদবাকী জীবন ফজরের নামায পড়তে হবে।
(৩) এশার নামাজ রাত ১২টা কিংবা ১টার সময় আদায় করা জরুরতে জায়েয বিনা জরুরতে মাকরুহ।
(৪) তাকে প্রথমে জান্নাত জাহান্নাম বুঝাতে হবে। মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে তাকে প্রথমে অবগত করতে হবে। তারপর যখন দেখবেন যে, তার অন্তর নরম হয়েছে, তখনই তাকে দ্বীনের দাওয়াত দিবেন। খেলাধুলা না দেখার নসিহত করবেন।
(৫) খাবার খাওয়ার পর দাঁতে লেগে থাকা খাবার আঙুল দিয়ে বের করে খাওয়া যাবে।
(৬) স্ত্রী স্বামীর উপর অসন্তুষ্ট।কিছু কাজ যেগুলো দুনিয়াবি,আর কিছু কাজ যেগুলো নাজায়েজ,ইবাদতের ক্ষেত্রে। স্ত্রী স্বামীকে বিষয়গুলো জানিয়েছে,তবে সে গুরুত্ব দেয়নি এবং পরিবর্তন করেনি । স্বামীকে জবাবদিহিতা করতে হবে। স্ত্রী জবাদিহিতার আওতাভুক্ত হবে না।