কোনো অবিবাহিত যুবক যদি কোনো বিবাহিত মহিলার সাথে হারাম সম্পর্কের এক পর্যায়ে একাধিকবার শারীরিক সম্পর্কের মতো যিনায় লিপ্ত হয়,এই যিনাটা উভয়ের সম্মতিতেই করা হয়েছিলো,একসময় দুজনেই নিজেদের থেকে আলাদা হয়ে যায়।দুজনেই সেই পাপে অনুতপ্ত হয়, নিজেদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়,যে যার মতো নিজেদের অবস্থানে ফিরে আসে,তওবা করে।এখন দুজনেই নিজনিজ অবস্থানে দ্বীনের পথে আছে,কারো সাথে কোনো যোগাযোগ নেই।কিন্তু অবিবাহিত যুবকটির মনের মধ্যে সবসময় হতাশা লেগেই থাকে,আল্লাহ কি মাফ করবেন আমাকে,যেহেতু মেয়েটি বিবাহিত ছিলো,তাই তার সাথে যিনা করার কারণে তার স্বামীর হক নষ্ট করা হয়েছে, তার স্বামীর কাছে তো ক্ষমা চাওয়া কোনোভাবেই সম্ভব না,ক্ষমা চাইতে গেলে পাপটা প্রকাশ হয়ে যাবে,তাদের দুজনের এই যিনার পাপটা শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ, আর কেউ জানেনা।এখন কি আল্লাহ মাফ করবেন,ছেলেটা কি তার ভবিষ্যৎ বৈবাহিক জীবনে সুখী হতে পারবে,এসব চিন্তাধারায় আর ঠিক থাকতে পারছেনা।।।বারবার শুধু অতীত পাপের মুহূর্তগুলো স্মরণ হচ্ছে।এখন উপায় কি?করণীয় কি?হুযুর দয়া করে উত্তরটি দিবেন??