জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)
রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)
নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার যদি আসলেই চাকরির জরুরত থাকে,সেক্ষেত্রে নিম্নোক্ত লিংকে দেয়া শর্ত গুলো মেনে চাকরি করতে পারলে সেই চাকরির জন্য চেষ্টা,পড়াশোনা করতে পারেন।
(০২)
এখন ওই পেজ এ ভালো শরীয়তের গন্ডির মধ্যে থেকে পোষ্ট করে টাকা ইনকাম করা হালাল হবে।
এ সংক্রান্ত শরয়ী বিধান জানুনঃ-
৩. কাপড় পরিবর্তন করা আবশ্যক নয়।
কাপড় পাক করা আবশ্যক।
বাচ্চাকে কোলে নিলে শরীরে বা কাপড়ে পেশাবের চিহ্ন/গন্ধ পেলে সেই স্থানকে পাক করতে হবে।
যেকোনো নাপাকি লেগেছে সন্দেহে উক্ত জায়গায় পানির ছিটা দিয়ে পবিত্র করার কোনো কোনো নিয়ম নেই।
সব ক্ষেত্রেই কাপড় পাক করতে হয়।
কাপড়ের যেই স্থানে নাপাকি লেগেছে, সেই স্থান তিনবার ধৌত করতে হবে। প্রত্যেকবার সে কাপড় নিংড়িয়ে নিতে হবে।
কাপড়ের কোন স্থানে নাপাকি লেগেছে সে সম্পর্কে যদি আপনি নিশ্চিত না হন, সেক্ষেত্রে পুরো কাপড় তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেক বার সেই কাপড় নিংড়িয়ে নিতে হবে।
৪. প্রশ্নটি বিস্তারিত আকারে কমেন্ট বক্সে লিখলে জবাব প্রদানে সুবিধা হতো।
৫. কালিমার ক্যালিওগ্রাফি করা ব্যাগ/ ফোন ইউজ করা যাবে।
তবে সেই ব্যাগ/ ফোন অবমাননাকর কোনো স্থানে নিয়ে যাওয়া যাবেনা।
সেই ব্যাগ/ ফোন কোমড়ের নিচে রাখা যাবেনা।
এক কথায় কালেমার অবমাননা হয়,এমন কোনো কাজ করা যাবেনা।
৬. বিভিন্ন ডেভেলপার কোম্পানি যারা কিনা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করে এ ধরনের কোম্পানিতে একাউন্টেন্ট বা এ জাতীয় পোষ্ট-এ শরীয়তের গন্ডির মধ্যে থেকে চাকুরি করা হালাল।
৭.
উমরা করার নিয়তে পবিত্র মক্কা শরীফের অনুরূপ আকৃতির ব্যাংকে টাকা জমানো যাবে।
তবে উক্ত আকৃতির অবমাননা হয়,এমন কোনো কাজ করা যাবেনা। তাহলে সেটি আদবের খেলাফ হবে।
৮.
এটি মূলত দোয়া,তাই এর মধ্যে রুকু সেজদাহ নাই।
তবে এটি যেহেতু নামাজের শর্তে হয় (যেমন দাঁড়িয়ে পড়া, তাকবির বলা,পবিত্রতা অর্জন করা,ইত্যাদি) তাই এটিকে নামাজও বলা হয়।
জানাজার উদ্দেশ্য মূলত দোয়া করা মৃতের জন্য।
৯. এভাবে জবাই করা জায়েজ নেই।
প্রানীকে এভাবে কষ্ট দেয়ার অনুমতি ইসলামে নেই।