আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
296 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)

১। বেয়ার, এনারজি ড্রিংক  এগুলা কি মদ এর মতো হারাম ?

২। তাস বা পাসা কি বাজি সারা খেলা কি হারাম হবে ?

৩। কেউ যদি আল্লাহ বা রাসুল কে গালি দেয় তাহলে সে কি তখনি কাফের হবে আর তার সাথে তখনি কি তাকে মৃত্যু দণ্ড দিতে হয় নাকি আগে তাকে বুজাতে হবে ?

৪। কারও জীবন বাঁচানোর ক্ষেত্রে সে যেই ধর্মেরই হোক তাকে কি বাঁচানো যাবে ? এখানে ইসলাম এর বিধান কি ?

৫। বিভিন্ন  Massage Parlour এ মেসসাজ নেয়া কি হালাল হবে ?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এলকোহল সম্পর্কে জাস্টিস আল্লামা তাকী উসমানী দা বা বলেন,

যেহেতু বর্তমান বাজারে বিদ্যমান এলকোহল আঙ্গুর বা খেজুর দ্বারা উৎপাদিত হয় না, তাই এগুলো ব্যবহারের রূখসত রয়েছে।

এ হিসেবে টাইগার বা স্পীড ইত্যাদি জাতীয় পানীয় খাওয়া বৈধ।কেননা বাজারে প্রচলিত ড্রিংকে আঙ্গুর বা খেজুরের এলকোহলকে মিলানো হয় না।

ﺃﻣﺎ ﺍﺳﺘﻌﻤﺎﻝ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﺨﺎﺭﺟﻰ ﻟﻐﻴﺮ ﺍﻟﺘﺪﺍﻭﻯ ﻓﻰ ﻣﺜﻞ ﺍﻟﻌﻄﻮﺭ ﻭﺍﻟﺤﺒﺮ ﻭﺍﻷﺻﺒﺎﻍ، ﻓﻴﺘﻮﻗﻒ ﺣﻜﻤﻪ ﻋﻠﻰ ﻛﻮﻧﻪ ﻧﺠﺴﺎ ﺃﻭ ﻃﺎﻫﺮﺍ . ﻭﻗﺪ ﺛﺒﺖ ﻣﻦ ﻣﺬﻫﺐ ﺍﻟﺤﻨﻔﻴﺔ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﺃﻥ ﻏﻴﺮ ﺍﻷﺷﺮﺑﺔ ﺍﻷﺭﺑﻌﺔ ( ﺍﻟﻤﺼﻨﻮﻋﺔ ﻣﻦ ﺍﻟﺘﻤﺮ ﺃﻭ ﻣﻦ ﺍﻟﻌﻨﺐ ) ﻟﻴﺴﺖ ﻧﺠﺴﺔ . ﻭﺑﻤﺎ ﺍﻥ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﻤﺴﺘﺨﺪﻣﺔ ﻟﻼﺳﺘﻌﺎﻝ ﻟﻴﺴﺖ ﺩﺍﺧﻠﺔ ﻓﻰ ﺍﻷﺷﺮﺑﺔ ﺍﻷﺭﺑﻌﺔ ﻓﺎﻧﻬﺎ ﻟﻴﺴﺖ ﻧﺠﺴﺔ ﻓﻰ ﻗﻮﻝ ﺃﺑﻰ ﺣﻨﻴﻔﺔ ﻭﺃﺑﻰ ﻳﻮﺳﻒ ﺭﺣﻤﻬﻤﺎ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ . ﻭﻟﺬﻟﻚ ﻳﺠﻮﺯ ﻋﻠﻰ ﻗﻮﻟﻬﻤﺎ ﺍﺳﺘﻌﻤﺎﻝ ﺍﻟﻌﻄﻮﺭ ﻭﺍﻟﺤﺒﺮ ﻭﺍﻷﺻﺒﺎﻍ ﻭﻧﺤﻮﻫﺎ ﺍﻟﺘﻰ ﺗﻮﺟﺪ ﻓﻴﻬﺎ ﺍﻟﻜﺤﻮﻝ .
ﻭﺍﻥ ﻣﻌﻈﻢ ﺍﻟﻜﺤﻮﻝ ﺍﻟﺘﻰ ﺗﺴﺘﻌﻤﻞ ﺍﻟﻴﻮﻡ ﻓﻰ ﺍﻷﺩﻭﻳﺔ ﻭﺍﻟﻌﻄﻮﺭ ﻭﻏﻴﺮﻫﺎ : ﻻ ﺗﺘﺨﺬ ﻣﻦ ﺍﻟﻌﻨﺐ ﺃﻭ ﺍﻟﺘﻤﺮ، ﺇﻧﻤﺎ ﺗﺘﺨﺬ ﻣﻦ ﺍﻟﺤﺒﻮﺏ ﺃﻭ ﺍﻟﻘﺸﻮﺭ ﺃﻭ ﺍﻟﺒﺘﺮﻭﻝ ﻭﻏﻴﺮﻩ . ﻛﻤﺎ ﺫﻛﺮﻧﺎ ﻓﻰ ﺑﺎﺏ ﺑﻴﻊ ﺍﻟﺨﻤﺮ ﻣﻦ ﻛﺘﺎﺏ ﺍﻟﺒﻴﻮﻉ ﻭﺣﻴﻨﺌﺬ ﻫﻨﺎﻙ ﻓﺴﺤﺔ ﻓﻰ ﺍﻷﺧﺬ ﺑﻘﻮﻝ ﺃﺑﻰ ﺣﻨﻴﻔﺔ ﻋﻨﺪ ﻋﻤﻮﻡ ﺍﻟﺒﻠﻮﻯ . 
ﺗﻜﻤﻠﺔ ﻓﺘﺢ ﺍﻟﻤﻠﻬﻢ . 3 : 343
(দেখুন তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৪৮,৩/৩৩৭; ফিকহুল বুয়ূ ১/২৯৮)


তবে যদি এ তত্ব পাওয়া যায় যে উক্ত ব্যবহার্য এলকোহল আঙ্গুর বা খেজুর থেকে তৈরী করা হয়েছে তবে হারাম-ই হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/165

(২)
পাশা খেলা হারাম।চায় বাজি ছাড়াই হোক না কেন?
তবে তাসে যদি ছবি না থাকে,তাহলে বাজি ব্যতীত কিছু শর্তের আলোকে খেলার রুখসত রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/673

(৩)
শাতিমে রাসূল কে হত্যা করা ওয়াজিব।শাতিমের রাসূল সাঃ এর অপরাধ মুরতাদের মত নাকি তারচেয়ে বেশী? মুরতাদের মত শাতিমের তাওবাহ কবুল হবে কি না?এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।ইমাম মালিক রাহ ও ইমাম আহমদ রাহ, বলেন,তাওবাহ কবুল হবে না।ইমাম আবু হানিফা রাহ ও ইমাম শা'ফেয়ী রাহ এর মতে মুরতাদের মত শাতিমের তাওবাহ ও কবুল হবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হানাফি ফিকহ অনুযায়ী শাতিমকে বুঝানো হবে,যদি সে তাওবাহ করে নেয়,তাহলে তাকে ক্ষমা করে দেয়া হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2689

(৪)
কারো জীবন বাঁচানোর ক্ষেত্রে মুসলিম অমুসলিম প্রায় সবাই সমান।ধর্ম নিয়ে চিন্তা না করে মানবতা নিয়ে চিন্তা করা হবে।

(৫)
বিপরিত লিঙ্গের কারো নিকট থেকে মেসেজ নেয়া যাবে না।এবং সমলিঙ্গের নিকট থেকে স্পর্শকাতর স্থানে মেসেজ নেয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...