আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ উস্তাদ।
আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে ইসলামের বিধি নিষেধ একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমার শশুর বাড়িতে দাওয়াত নিয়ে একেবারে রেওয়াজ চলে। আজকে এর বাসায়, তো কালকে তার বাসায়, দুই দিন পর পর নিজেদের বাসায় এভাবে কিছুদিন পরপরই দাওয়াতের সিলসিলা চলতেই থাকে। এতে করে নিজের একান্ত সময় বের করে আমল করা খুবই কষ্টকর হয়ে যায়। একটু আমল করবো বা হিফয করবো, ইলম অর্জন করাও যেন দুসাধ্য ব্যাপার এখানে। সব সময় কে আসবে, কোথায় যাবো, কি নিয়ে যাবো, কি খাওয়াবো এগুলোই ঘুরে মাথায়। অবশ্যই মেহমানদারি করা অনেক ভালো , আত্মীয়ের খোঁজ খবর রাখা ভালো , কিন্তু মানুষের এই মজলিস যদি হয় শুধুই দুনিয়াবি খাবারের আয়োজন আর গিবতের বৈঠক... তাহলে তা কতটুকু যুক্তিসম্মত ?
আমাকে দয়া করে বলবেন আত্মীয়দের হক কতটুকু। তাদের জন্যে কতটুকু করতে বা কিভাবে খোঁজ খবর নিতে বলা হয়েছে ইসলামে? আমি এরকম পরিবেশে কিভাবে দ্বীন ঠিক রাখবো? আমার পর্দারও লংঘন হয় এভাবে। আমি খেয়াল করেছি আমার পর্দায় আগের মত আর ইখলাস নেই। আগে বোরখা নিকাব পড়েও কোন ছেলে মানুষের সামনে যেতে বাধতো আমার। এখন অহরহ যাওয়া পরে। হুজুর আমাকে দয়া করে বলবেন আমার এখানে দায়িত্ব কতটুকু। কতটুকু করলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আমার হাসব্যান্ড এর আমাকে নিয়ে আলাদা থাকাও সম্ভব না, তার ইনকাম সীমিত। শশুর বাড়িতে থেকে আমি এই পরিস্থিতিতে কি করবো? কিভাবে নিজের আমল আখলাক হিফাজত করবো?