১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। একজন টাকা দিয়ে কোর্স কিনেছে চাকরির জন্য ।এমন অবস্থায় অন্য কাউকে কোর্স শেয়ার দেওয়া জায়েজ না জানে।২ জন বান্ধবী কে দিলে এবং ২ বান্ধবীর একজনের টাকার সমস্যা তাকে দিয়ে সওয়াব হবে ভেবে যদি বলে দোয়া করলে হবে আর কিছু লাগবে না।এখনো করা হয় কোর্সটা আর ভিড়িও গুলো শেয়ার করে।তবু বান্ধবী ২ জনকে দিলে আর যদি বলে দোয়া করিস এভাবে বলার কারণে কি গুণাহ হবে?আগে এসব নিয়ে তেমন চিন্তা ছিল না এখন ভয়ে পরে টাকা মানুষকে দান করলে হবে যখন আল্লাহ সামর্থ্য দিবে????????????????
২.কোর্স করে চাকরি পেলে টাকা কি হালাল হবে?
৩.পরে ওদের টাকা সহ মানে কোর্সের মানুষকে দিয়ে দিলে হবে?যখন আল্লাহ সেই সামর্থ্য দিবে?
আগে এসব নিয়ে এত চিন্তা আসে নি তার এখন ভয়ে।পরে টাকা মানুষকে দিয়ে দিবে এমন চিন্তা আসলে তার ঈমান ও বিয়ে ঠিক থাকবে?