আসসালামুয়ালাইকুম।
সম্প্রতি স্ত্রীর বাবু হয়েছে।তাই স্ত্রীর মা-বোন স্বামীর বাসায় আছে। স্বামী স্ত্রীর মেসেঞ্জারে ঝগড়ার এক পর্যায়ে নিচের কথাগুলো হয়।
স্বামী:-তোমার মা বোনের আমাদের বাসায় থাকতে ইচ্ছে না করলে রেখে আসবো প্রবলেম নাই।তোমারো যদি থাকতে ইচ্ছে না হয় তাও প্রবলেম নাই।
স্ত্রী:-আমার মা অন্য কারোর মতো দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় না। হাজার কষ্ট হলেও, হাজার অপমানিত হলেও থেকে যাবে। শুধু আমার আর আমার বাবুর জন্য।
স্বামী:-দরকার নাই তোমাকে নিয়ে যাক গা.. অপমানিত হওয়ার দরকার কি থেকে??(উল্লেখ্য: স্ত্রীর মা স্বামীকে বলে সব সময় যে বাবু আর বাবুর মা কে তাদের বাড়িতে যেন কয়দিনের জন্য রেখে আসে থাকার জন্য)
স্ত্রী:-হুম
এতে কি সমস্যা হয়েছে???